জাবিতে ছাত্রলীগের রক্তদান কর্মসূচি

জাবি প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৪ আগস্ট ২০১৭, ১৯:৫১ | প্রকাশিত : ২৪ আগস্ট ২০১৭, ১৯:৩৫

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিকী অনুষদের সামনে মহুয়াতলায় উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম এ কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন।

অসুস্থ রক্ত দান কার মহা অপরাধ উল্লেখ করে উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, ‘এক ব্যাগ রক্ত যেমন একটি মানুষের জীবন বাচাঁতে পারে। তেমনি এক ব্যাগ অসুস্থ রক্ত একটি মানুষের জীবন হানিও করতে পারে। তাই রক্ত দানের ক্ষেত্রে এবং গ্রহণ করার ক্ষেত্রে আমাদের যথেষ্ট সতর্ক থাকতে হবে। সেই সাথে যতদিন রক্ত দান করা সম্ভব হয় ততদিন সবাই রক্ত দান করেবন এমন আশাবাদও ব্যক্ত করেন তিনি।’

তিনি বলেন, ‘বাংলাদেশ ছাত্রলীগ মানুষের দ্বার প্রান্তে রক্ত পৌঁছানোর জন্য যে উদ্যোগ হাতে নিয়ে তা খুবই প্রশংসনীয়। ইতোপূর্বেও ছাত্রলীগ এ ধরনের জনহিতকর বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।’

বিশ^বিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সভাপতি জুয়েল রানা বলেন, রক্ত মানুষের জীবনের এক গুরুত্বপূর্ণ উপাদান। দেশের অধিকাংশ মানুষের রক্ত কেনার সামর্থ্য নাই। আমরা চাই কেউ যাতে রক্তের অভাবে মারা না যায়। এজন্য বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষ্যেই সাধারণ মানুষের পাশে দাঁড়াতে আমাদের আজকের এই আয়োজন।

রক্তদান কর্মসূচিকে সর্বাত্মক সহযোগিতা করছে বাংলাদেশ পুলিশ। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান চঞ্চলের সঞ্চলনায় কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ- উপাচার্য অধ্যাপক ড. আবুল হোসেন, সাভার সার্কেল এর সহকারী পুলিশ সুপার খোরশেদ আলম। এছাড়া শাখা ছাত্রলীগের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

পরে সাভার সার্কেল এর সহকারী পুলিশ সুপার খোরশেদ আলম, শাখা ছাত্রলীগের সভাপতি জুয়েল রানা সহ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা স্বেচ্ছায় রক্তদান করেন। দিনব্যাপী এ রক্তদান কর্মসূচি সকলের জন্য উন্মুক্ত থাকবে।

(ঢাকাটাইমস/২৪আগস্ট/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন

ববির মেডিকেলে  চিকিৎসকের দায়িত্বে অবহেলা, ভোগান্তিতে শিক্ষার্থীরা

ইউনিভার্সিটি অফ স্কলার্সের বিবিএ ১৫তম ব্যাচের নবীন বরণ অনুষ্ঠিত

এবার কুবির আরেক সহকারী প্রক্টরের পদত্যাগ

গুচ্ছের হাবিপ্রবি কেন্দ্রে তিন ইউনিটে পরীক্ষার্থী ১২৩৪১ জন

জাবি অধ্যাপক তারেক চৌধুরীর গবেষণা জালিয়াতিতে তদন্ত কমিটি

বিএসএমএমইউর ১২৪ শিক্ষক-চিকিৎসক ‘গবেষণা অনুদান’ পেলেন সাড়ে ৪ কোটি টাকা

ঢাবির সুইমিংপুলে শিক্ষার্থীর মৃত্যু: তদন্ত কমিটি গঠন

বুয়েটে রাজনীতি: হাইকোর্টের আদেশ পাওয়ার পর আইনি পদক্ষেপের ঘোষণা

মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

এই বিভাগের সব খবর

শিরোনাম :