মির্জাপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারে ইউএনওর ত্রাণ বিতরণ

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ আগস্ট ২০১৭, ২২:১১

টাঙ্গাইলের মির্জাপুরে বন্যাদুর্গত এলাকায় ক্ষতিগ্রস্ত দুস্থ পরিবারের মধ্য চাউল ও শুকনা খাবার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলার মহেড়া, জামুর্কী, বানাইল ও আনাইতারা ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মধ্য ত্রাণ বিতরণ করেন মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত সাদমীন।

এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আকতারুজ্জামান খান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আহসান হাসিব খানসহ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

মির্জাপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আকতারুজ্জামান খান জানান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় পর্যায়ক্রমে উপজেলার ১টি পৌরসভা ও ১৪টি ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত ১৫শ দুস্থ পরিবারের মধ্য ১৫ মেট্রিক টন চাউল বিতরণ করা হবে বলে তিনি জানান।

(ঢাকাটাইমস/২৪আগস্ট/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :