মঠবাড়িয়ায় স্কুলছাত্রী উর্মির খুনিদের বিচার দাবি

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ আগস্ট ২০১৭, ২২:৪০

পিরোজপুরের মঠবাড়িয়ার মধ্য বড়মাছুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী উর্মি আকতারকে পাশবিক নির্যাতন শেষে হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি মঠবাড়িয়া উপজেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার বিকালে মঠবাড়িয়া পৌর শহরের শহীদ মিনারের সামনের সড়কে এ মানববন্ধন হয়।

এছাড়া একযোগে ১৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে মঠবাড়িয়া সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, রাজনীতিক, সাংবাদিক, নিহত শিশু উর্মির পরিবারের সদস্যরা অংশ নেন।

প্রাথমিক শিক্ষক নেতা মো. আবু জাফরের সভাপতিত্বে বক্তব্য দেন- উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আরিফ-উল-হক, শিক্ষক নেত্রী জাহানারা বেগম, শিক্ষক নেতা মো. মোশারফ হোসেন, শিক্ষক শহীদুল ইসলাম, মো. মাইনুল ইসলাম, কাজল দাস, সুমন্ত্র হাওলাদার সুমন, সাইদুল কবির প্রমুখ।

সমাবেশে বক্তারা শিশু উর্মি হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।

প্রসঙ্গত, মঠবাড়িয়া থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা মঠবাড়িয়া কন্ঠের নির্বাহী সম্পাদক জুলফিকার আমিন সোহেলের ছোট মেয়ে চতুর্থ শ্রেণির স্কুলছাত্রী উর্মি আক্তার নিখোঁজের তিন দিন পর গত ২৩ জুলাই সকালে বাড়ির অদূরে ডোবা থেকে গলায় ফাঁস লাগানো লাশ উদ্ধার করে পুলিশ।

ময়নাতদন্ত রিপোর্টে দেখা যায়, উর্মীকে পাশবিক নির্যাতন শেষে শ্বাসরোধ করে হত্যা করা হয়।

(ঢাকাটাইমস/২৪আগস্ট/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :