জীবনে আমার খুব বেশি অনুশোচনা নেই: সাকিব

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২৫ আগস্ট ২০১৭, ১০:৩৪ | প্রকাশিত : ২৫ আগস্ট ২০১৭, ১০:১৯

বাংলাদেশের ক্রিকেটের একটি উজ্জ্বল নক্ষত্র সাকিব আল হাসান। বর্তমানে তিনি একইসাথে তিন ফরম্যাটের বিশ্বসেরা অলরাউন্ডার। সেরা অলরাউন্ডার হলেও ক্যারিয়ারে তুলনামূলক কম টেস্ট ম্যাচ খেলেছেন তিনি। এর পেছনে অন্যতম কারণ হচ্ছে, টেস্টে বাংলাদেশ খুব কম ম্যাচ খেলার সুযোগ পায়।

এখন পর্যন্ত ৪৯টি টেস্ট ম্যাচ খেলেছেন সাকিব আল হাসান। অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে খেলতে নামলে টেস্ট ম্যাচ খেলার হাফ সেঞ্চুরি করবেন তিনি। আগামী ২৭ আগস্ট মিরপুরে শুরু হবে সিরিজের প্রথম ম্যাচ।

সিরিজ সামনে রেখে সাকিব আল হাসান বলেছেন, ‘যখন আমার টেস্টে অভিষেক হয়েছিল তখন ভাবিনি যে আমি কতদিন খেলব। আমি সময়টুকু উপভোগ করেছি। এমন না যে এখন উপভোগ করি না। এখনও উপভোগ করি। কিন্তু এখন পরিবেশ ও দায়িত্ব বদলে গেছে’।

তিনি আরও বলেন, ‘জীবনে আমার খুব বেশি অনুশোচনা নেই। আমি যতগুলো ম্যাচ খেলেছি তা নিয়ে খুশি। আরও বেশি টেস্ট খেলতে পারলে ভালো হতো। তবে, আমার কোনও অনুশোচনা নেই। আমার কাছে পারফরম্যান্সটাই গুরুত্বপূর্ণ। আমি এই সিরিজে ভালো খেলতে চাই’।

সাকিব বলেন, ‘এই প্রথমবারের মতো আমি অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট খেলতে যাচ্ছি। তবে, তাদের বিপক্ষে বিভিন্ন সময়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলেছি। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড টেস্টকে গুরুত্ব দেয়। সুতরাং, তাদের বিপক্ষে টেস্ট খেলাটা রোমাঞ্চর ব্যাপার’।

(ঢাকাটাইমস/২৫ আগস্ট/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

জিম্বাবুয়ে সিরিজের শুরুতে মুস্তাফিজের খেলা নিয়ে যা জানাল বিসিবি

যে কারণে বাংলাদেশের প্রাথমিক দলে নেই সাকিব-মুস্তাফিজ

আইসিসির আন্তর্জাতিক প্যানেলে যুক্ত হলেন বাংলাদেশি আম্পায়ার মোর্শেদ

বড় চমক রেখে জিম্বাবুয়ে সিরিজের জন্য বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা

টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেটে পৌঁছেছে হারমানপ্রীত-স্মৃতি মানদানারা

তীব্র গরমে ফ্লাডলাইটে ফুটবল ম্যাচের সিদ্ধান্ত

জাতীয় দলে ফেরা নিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানালেন সুনীল নারিন

 হাথুরুর সঙ্গে নির্বাচকদের বৈঠক সম্পন্ন, আলোচনা হলো যা নিয়ে

মুস্তাফিজের আইপিএল ছাড়া নিয়ে যা বললেন চেন্নাই কোচ

ঢাকায় পৌঁছেছেন টাইগারদের নতুন কোচ

এই বিভাগের সব খবর

শিরোনাম :