সাকিবকে ‘জবাব’ দিলেন লায়ন

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ আগস্ট ২০১৭, ১৫:৪০

কোনো দলের স্পিন আক্রমণ এগিয়ে?এই প্রশ্নে বৃহস্পতিবার নিজেদেরই এগিয়ে রেখেছিল সাকিব আল হাসান। সাকিবের সেই কথা নিশ্চয়ই কানে পৌঁছেছে অজিদের।

শুক্রবার যখন সাংবাকিদের সামনে কথা বলতে আসলেন অজি স্পিনার নাথান লায়ন, তখন সাকিবের কথাটা মনে করিয়ে দেওয়া হয়। উত্তরটা বুদ্ধিমত্তার সঙ্গেই দেন লায়ন। বলেন,‘ কারা এগিয়ে তা দেখতে হলে অপেক্ষা করতে হবে। দুই দল একে অপরের বিপক্ষে খেলেনি। তাই এ ব্যাপারে কিছু বলে দেওয়া বেশ বড় ব্যাপার। তবে যে কেউ নিজের মতামত দিতেই পারে।’

প্রতিপক্ষ বাংলাদেশ নিয়ে যতটুকু ভাবছেন তার চেয়ে নিজেদের নিয়েই বেশি ভাবছেন বলে জানালেন এ স্পিনার। লায়ন বলেন,‘ আপাতত আমরা স্রেফ নিজেদের নিয়েই ভাবছি। এটা ঠিক যে, তারা যে কোনো কিছুই বলতে পারে। এখানে আমরা খুব ভালো অনুশীলন করছি ও প্রস্তুতি নিচ্ছি। সামনের চ্যালেঞ্জটা নিতে আমরা মুখিয়ে আছি।’

বাংলাদেশকে বেশ সমীহ করছেন লায়ন। গত কয়েক বছরে যে মানের ক্রিকেট খেলছেন তামিমরা, তাতে সমীহ যে করতেই হবে। লায়ন বলেন,‘ সবারই নিজের মত ও লক্ষ্য থাকবে, এটাই স্বাভাবিক। আমাদেরও লক্ষ্য আছে, তবে আপনাদের সঙ্গে ভাগাভাগি করতে চাই না। আমরা মুখে হাসি নিয়ে ক্রিকেট খেলতে চাই এবং বাংলাদেশের বিপক্ষে তুমুল লড়াই করতে চাই। বাংলাদেশ বেশ ভালো দল। আমরা দুটি টেস্ট খেলতে এসেছি। চেষ্টা করব, নিজেদের সেরাটা করতে। আশা করি, সিরিজ জয় নিয়ে ফিরতে পারব।’

কন্ডিশন যা তাতে স্পিনারই দুই দলের প্রধান ভরসা হয়ে উঠতে পারে। তবে অজি;রে যে ভালো মানের পেস আক্রশন আছে সেটাও জানিয়ে দিলেন লায়ন। বললেন,‘ আমাদের দলে খুব ভালো তিনজন ফাস্ট বোলার আছে আমাদের, জশ হেইজেলউড, প্যাট কামিন্স ও জ্যাকসন বার্ড। এই কন্ডিশনে বল মুভ করাতে পারে তিনজনই। শ্রীলঙ্কায় ও ভারতে আমরা সেটি দেখেছি। আমার মনে হয় না, বাংলাদেশে ভিন্ন কিছু হবে। জুটি বেঁধে বোলিং করা আমাদের লক্ষ্য থাকবে। একসঙ্গে মিলে প্রতিপক্ষের ২০টি উইকেট নিতে চাই আমরা। এটি ‘আমি বনাম কেউ’ ধরনের লড়াই নয়। দলীয় খেলা, দল হিসেবেই আমরা ২০ উইকেট নিতে চাই।’

(ঢাকাটাইমস/২৫আগস্ট/ডিএইচ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

জিম্বাবুয়ে সিরিজে শুরু থেকে না খেলার ব্যাখ্যা দিলেন সাকিব

পাকিস্তানে যেতে নারাজ ভারত, চ্যাম্পিয়ন্স ট্রফিও হাইব্রিড মডেলে!

পরীক্ষা-নিরীক্ষার পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন তেভেজ

টি-টোয়েন্টি বিশ্বকাপের শুভেচ্ছাদূত গতিমানব উসাইন বোল্ট

বার্সাতেই থাকছেন জাভি!

২৬ এপ্রিল থেকে ক্যাম্প শুরু টাইগারদের, প্রবেশ নিষেধ গণমাধ্যমের

জিম্বাবুয়ে সিরিজের শুরুতে মুস্তাফিজের খেলা নিয়ে যা জানাল বিসিবি

যে কারণে বাংলাদেশের প্রাথমিক দলে নেই সাকিব-মুস্তাফিজ

আইসিসির আন্তর্জাতিক প্যানেলে যুক্ত হলেন বাংলাদেশি আম্পায়ার মোর্শেদ

বড় চমক রেখে জিম্বাবুয়ে সিরিজের জন্য বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা

এই বিভাগের সব খবর

শিরোনাম :