জাবিতে রবিবার থেকে ঈদের ছুটি

জাবি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ আগস্ট ২০১৭, ১৬:৫৩

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আগামী ২৭ আগস্ট (রবিবার) থেকে ৭ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) পর্যন্ত মোট ১২ দিনে ছুটি ঘোষণা করা হয়েছে। রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২৭ আগস্ট হতে ৭ সেপ্টেম্বর পর্যন্ত মোট ১২ দিন বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। তবে যেসব বিভাগের ফাইনাল পরীক্ষা এখানো চলমান সেসব বিভাগের পরীক্ষা যথাসময়ে অনুষ্ঠিত হবে। ২৭ তারিখ থেকে ছুটি শুরু হলেও বিশ্ববিদ্যালয়ের সব ধরনের প্রশাসনিক কার্যক্রম ২৯ আগস্ট (মঙ্গলবার) থেকে ৭ সেপ্টে¤॥^র (বৃহস্পতিবার) পর্যন্ত বন্ধ থাকবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

এছাড়া বিশ্ববিদ্যালয় ছুটির সময় প্রয়োজনীয় কাজ সমাধানে স্বল্প সংখ্যক কর্মচারী রাখতেও সংশ্লিষ্ট অফিস ও বিভাগীয় প্রধানকে অনুরোধ করা হয়েছে বলে ওই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এদিকে আজ শুক্রবার ও আগামীকাল শনিবার এবং ৮,৯ সেপ্টেম্বর যথাক্রমে শুক্র ও শনিবার হওয়ায় এই ছুটি মুলত গতকাল থেকে শুরু হয়ে ৯ সেপ্টে¤॥^র পর্যন্ত চলবে। ১০ সেপ্টেম্বর থেকে যথারীতি ক্লাস- পরীক্ষা শুরু হবে।

(ঢাকাটাইমস/২৫আগস্ট/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :