বগুড়ায় প্রাইম ব্যাংকের ত্রাণ বিতরণ

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ আগস্ট ২০১৭, ১৭:২৬

বগুড়ার ধুনট উপজেলায় ভান্ডারবাড়ী ইউনিয়নে বন্যাদুর্গত হতদরিদ্র মানুষের মাঝে বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ করেছে প্রাইম ব্যাংক।

শুক্রবার দুপুরে ভান্ডারবাড়ী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে প্রাইম ব্যাংক বগুড়া শাখার উদ্যোগে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও রাজশাহী বিভাগের রিজিওনাল ম্যানেজার একেএম এনামুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

এসময় তিনি বন্যার্তদের উদ্দেশ্যে বলেন, প্রাইম ব্যাংক সব সময় আর্তমানবতার সেবায় নিয়োজিত। ব্যাংকিং সেবা যেমন জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয় তেমনি বন্যাকবলিত প্রত্যেক এলাকায় প্রাইম ব্যাংক সম সময় আপনদের পাশে আছে। ভবিষ্যতেও আর্তমানবতার সেবায় আপনাদের পাশে থাকবে।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে ব্যাংকের ফাস্ট অ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট ও বগুড়া শাখা ব্যবস্থাপক আতিকুর রশীদ, রাজশাহী অঞ্চলের, কমার্শিয়াল ব্যাংককিং ডিভিশনের (আরএম) ম্যানেজার রফিকুল ইসলাম, বগুড়া শাখার অপারেশন ম্যানেজার মো. আব্দুল্লাহ, সিনিয়র অফিসার শাহিনুর রহমান, টিএম আব্দুল্লাহ আল মামুন, ছাইফুল ইসলাম, আব্দুল জলিল, খোরশেদ আলম, সাইফুল ইসলাম, এসএম তানজিজুল হক, আশরাফুল ইসলাম, মাহবুবুল আলম, অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলাল হোসেন শ্যামল তালুকদার প্রমুখ বক্তব্য রাখেন।

বন্যার্ত এক হাজার হতদরিদ্র মানুষের মাঝে ৫ লাখ টাকা মূল্যের (প্রত্যেক প্যাকেট পাঁচশ টাকা) চাল, ডাল, আলু, শুকনো খাবারসহ বিভিন্ন প্রকার ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

(ঢাকাটাইমস/২৫আগস্ট/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :