রায় নিয়ে যা হচ্ছে খুবই দুঃখজনক: ড. কামাল

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৫ আগস্ট ২০১৭, ২১:৩৯ | প্রকাশিত : ২৫ আগস্ট ২০১৭, ২১:৩৫

ষোড়শ সংশোধনীর রায় নিয়ে চলমান বিতর্ককে ‘দুঃখজনক’ ও ‘অনাকাঙ্ক্ষিত’ বলে মনে করেন বাংলাদেশের সংবিধানের অন্যতম প্রণেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। তিনি বলেন, ‘সংবিধানে এগুলোর বিধান আছে। রাষ্ট্রের প্রত্যেকটি অঙ্গের একে অন্যের প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত।’

শুক্রবার বিকালে মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা ও জাফরগঞ্জ এলাকায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ত্রাণ বিতরণকালে আরও উপস্থিত ছিলেন সাবেক রাষ্ট্রপতি ও বিকল্প ধারা বাংলাদেশের চেয়ারম্যান একিউএম বদরুদ্দোজা চৌধুরী, মহাসচিব মেজর (অব.) এম এ মান্নান, গণফোরামের জেলা শাখার সভাপতি মো. কামাল হোসেনসহ দলীয় নেতাকর্মীরা।

ড. কামাল বলেন, ‘ষোড়শ সংশোধনীর রায় নিয়ে যেভাবে কথাবার্তা বলা হচ্ছে, খুবই দুঃখজনক। সবাইকে বলবো একটু সংবিধান খুলে দেখেন। বঙ্গবন্ধুর স্বাক্ষরিত দলিল রয়েছে। বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানানোর জন্য শুধু পোস্টারে ছবি দিলে হয় না। তিনি কী বলেছিলেন তার স্বাক্ষরিত দলিলে কী আছে সেটা দেখে তার প্রতি শ্রদ্ধাশীল হোন।’

সংবিধানের এই প্রণেতা বলেন, ‘সংবিধান এবং সংবিধানের শাসন মেনে চলা সবারই কর্তব্য। যারা সরকার গঠন করেন তারাও শপথ নেন সংবিধান মেনে চলবো। তাই তাদেরকে বলবো সংবিধান খুলে দেখেন। না থাকলে বলেন আমি পাঠিয়ে দেব।’

ত্রাণ বিতরণকালে সাবেক রাষ্ট্রপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরী বলেন, ‘বন্যায় মানুষ চরম কষ্টে আছে। অথচ সরকার সেভাবে বানভাসি মানুষের পাশে দাঁড়াচ্ছেন না। ক্ষমতাসীন দলের নেতারা কোটি টাকার মালিক হচ্ছে অথচ তারা অসহায় মানুষের পাশে খরচ করে না।’

(ঢাকাটাইমস/২৫আগস্ট/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :