কুতুবদিয়ায় অস্ত্রসহ ইউপি সদস্য আটক

বলরাম দাশ অনুপম, কক্সবাজার থেকে
 | প্রকাশিত : ২৫ আগস্ট ২০১৭, ২২:৩০

কক্সবাজারের কুতুবদিয়ায় অস্ত্রসহ এক ইউনিয়ন পরিষদ সদস্যকে আটক করেছে পুলিশ। আটক ইসহাক লেমশীখালী ইউনিয়ন পরিষদ সদস্য এবং উত্তর করলা পাড়ার সিরাজুল ইসলামের ছেলে।

বৃহস্পতিবার রাতে কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ দিদারুল ফেরদৌস ঢাকাটাইমসকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ধুরুং বাজার থেকে ইসহাককে আটক করা হয়। পরে তার বাড়ি থেকে দুইটি অস্ত্র ও দুইটি কার্তুজ উদ্ধার করা হয়।

ইসহাকের বিরুদ্ধে কুতুবদিয়া থানায় ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে বলে জানান ওসি।

আজ শুক্রবার দুপুরে ইসহাককে আদালতে হাজির করা হলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলমগীর কবির জামিন নামঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠান।

একই দিন পৃথক অভিযান চালিয়ে বড়ঘোপ ইউনিয়নের দক্ষিণ অমজাখালী গ্রামের মৃত হাজি সোলাইমানের ছেলে আবুল কালামকে আটক করেছে পুলিশ।

কালাম সাজাপ্রাপ্ত পলাতক আসামি। তিন বছর আগে একটি মামলায় আদালত তাকে দুই বছরের কারাদণ্ড দিয়েছিল। তখন থেকেই আবুল কালাম পলাতক।

(ঢাকাটাইমস/২৫আগস্ট/প্রতিনিধি/জেডএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :