প্রধানমন্ত্রীর নামে কলেজ ডাইনিংয়ে মরা মুরগি

সাগর হোসেন তামিম, ঢাকাটাইমস
| আপডেট : ২৬ আগস্ট ২০১৭, ১২:৫৬ | প্রকাশিত : ২৬ আগস্ট ২০১৭, ১২:৫৪

মাদারীপুরের ডাসারের সরকারি শেখ হাসিনা একাডেমি অ্যান্ড উইমেন্স কলেজের ডাইনিংয়ে ছাত্রীদের মরা মুরগি খাওয়ানোর অভিযোগ উঠেছে। সম্প্রতি ওই কলেজের রান্না ঘরে দুটি মরা মুরগি দেখে ছাত্রীরা অভিভাবকদের জানায়। কলেজের অধ্যক্ষের দাবি, মরা মুরগি এসেছিল এক দিনই। আর ওই ভুলের কারণে সরবরাহকারীকে বাদ দেয়া হয়।

ছাত্রীরা বিষয়টি নিয়ে প্রতিবাদ করলেই কলেজের অধ্যক্ষ জাকিয়া সুলতানা ব্যবস্থা না নিয়ে ছাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার থাকে বলে অভিযোগ একাধিক ছাত্রী ও অভিভাবকদের। নাম প্রকাশ না করার অনুরোধ করে একজন ছাত্রী বলেন, ‘আমাদের খাবার খুবই নিম্নমানের। সেদিন ডাইনিংএর রান্না ঘরে মরা মুরগি দেখে আমরা প্রতিবাদ করতে চাইলে ম্যাডাম আমাদের বকা দিয়েছে। ম্যাডামের স্বামীও আমাদের সাথে খারাপ ব্যবহার করে। পরে আমরা বিষয়টি আমাদের পরিবারের লোকদের জানাই। পরিবারের লোক স্থানীয়দের জানায়। এরপরই বিষয়টি জানাজানি হয়ে যায়।'

ছাত্রীদের অভিযোগের পর স্থানীয় ঘোষেরহাট বাজারের ব্যবসায়ীরা জানান, সেখানকার একটি দোকান থেকে কলেজের ডাইনিংয়ের জন্য মুরগি সরবরাহ করা হয়। সেখান থেকেই মরা মুরগি পাঠানোর অভিযোগ আছে।

বাজার সমিতির নেতা মো. সোহেল বলেন, ‘ঘটনাটি আমাদের নজরে রয়েছে কিন্তু কলেজ থেকে কেউ অভিযোগ করেনি। তাছাড়া ওই কলেজের অধ্যক্ষর সাথে ওই ব্যবসায়ীর সুসম্পর্ক রয়েছে।’

তবে যে দোকান থেকে মুরগি পাঠানো হতো তার মালিক অরুণ সাহা বলেছেন, ‘আগে আমি কলেজে মুরগি দিতাম কিন্তু কয়েক দিন আগে ঝামেলা হওয়ার পর থেকে আমি আর কলেজে মুরগি দেই না।’

জানতে চাইলে কলেজের অধ্যক্ষ জাকিয়া সুলতানা বলেন, ‘কয়েকদিন আগে দুটি মরা মুরগি ভুলবশত মুরগি বোঝাই বস্তার ভেতরে চলে এসেছিল। বিষয়টি আমরা মুরগি সরবারাহকারী ব্যবসায়ীকে জানালে সে ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছে। আমরা সেই মুরগি ব্যবসায়ীকে বাদ দিয়েছি। এখন কোন সমস্যা নেই।’

সরকারি কলেজের ডাইনিং এ উন্মুক্ত টেন্ডার হয় না কেন? এমন প্রশ্নের জবাবে অধ্যক্ষ বলেন, উন্মুক্ত টেন্ডার হলে খাবারের মান কমে যাবে। তারা ব্যবসায়িক চিন্তা করবে। তাছাড়া আমাদের সরকারি কোন সাবসিডি (ভর্তুকি) নেই।

এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী নামে কলেজটি, যে কারণে তার প্রতি শ্রদ্ধাশীল থাকা উচিত। তার নাম দেখিয়ে অপ্রীতিকর কিছু করলে আমরা আওয়ামী লীগ যারা করি, তারাও প্রশ্নবিদ্ধ হই। আমরা এসব অনৈতিক কাজ থেকে বিরতি থাকার অনুরোধ করছি কলেজ কর্তৃপক্ষকে।’

ঢাকাটাইমস/২৬আগস্ট/প্রতিনিধি/ডব্লিউবি

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :