দণ্ডপ্রাপ্ত সিবিএ নেতা এবার বরখাস্ত

বাগেরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ আগস্ট ২০১৭, ১৪:৪৫

বাগেরহাটে অবৈধভাবে বিদ্যুতের সংযোগ দেয়ার দায়ে দণ্ডপ্রাপ্ত সিবিএ নেতা জসিম হাওলাদারকে এবার সাময়িক বরখাস্ত করেছে ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডে (ওজোপাডিকো)। ওজোপাডিকোর প্রধান কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (মানবসম্পদ ও প্রশাসন) আলমগীর কবির স্বাক্ষরিত এক চিঠিতে ওই বরখাস্তের আদেশ দেয়া হয়।

বৃহষ্পতিবার বাগেরহাট শহরের ব্যবসাপ্রতিষ্ঠান ও বাড়িতে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দেয়ার দায়ে সিবিএ নেতা জসিমকে দেড় বছরের কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। একই সাথে তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেয়া হয়। তিনি বর্তমানে বাগেরহাট জেলা কারাগারে রয়েছেন।

জসিম হাওলাদার ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডে (ওজোপাডিকো) বাগেরহাট কার্যালয়ের তৃতীয় শ্রেণির কর্মচারী ও শ্রমিকদের ট্রেড ইউনিয়ন সিবিএ’র সাধারণ সম্পাদক।

ওজোপাডিকোর বাগেরহাট কার্যালয়ের ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ঘোষ শনিবার সকালে ঢাকাটাইমসকে বলেন, ওজোপাডিকোর তৃতীয় শ্রেণির কর্মচারী সিবিএ নেতা জসিম হাওলাদারকে ভ্রাম্যমাণ আদালত দণ্ড দেয়ায় চাকরিবিধি অনুযায়ী ওজোপাডিকোর প্রধান কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (মানবসম্পদ ও প্রশাসন) আলমগীর কবির তাকে সাময়িকভাবে বরখাস্ত করে চিঠি দিয়েছেন। সরকারি কোন কর্মচারীর সাজা বা গ্রেপ্তার হলে চাকরিবিধি অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করার নিয়ম রয়েছে।

(ঢাকাটাইমস/২৬আগস্ট/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :