চামড়া সংগ্রহ ও সংরক্ষণে অনিশ্চয়তার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৬ আগস্ট ২০১৭, ১৮:১৩ | প্রকাশিত : ২৬ আগস্ট ২০১৭, ১৮:১১

পানি, বিদ্যুৎ ও গ্যাস সংযোগ এবং ভাঙা রাস্তা এখনই মেরামত না করলে কোরবানির পশুর চামড়া সংগ্রহ ও সংরক্ষণে অনিশ্চয়তা দেখা দিতে পারে বলে শঙ্কা জানিয়েছেন বাংলাদেশ ফিনিশড লেদার, লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিএফএলএলএফইএ) এর সভাপতি মহিউদ্দিন আহমেদ মাহিন।

শনিবার রাজধানীর ধানমন্ডিতে সংগঠনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই শঙ্কার কথা জানান। কোরবানি পশুর চামড়া সংগ্রহ, পরিবহন ও সংরক্ষণ বিষয়ে জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মাহিন বলেন, ‘এই সব সমস্যার কারণে কাঁচা চামড়া যদি সঠিকভাবে সংগ্রহ ও সংরক্ষণ না করা যায় শুধু ট্যানারি মালিকরা ক্ষতিগ্রস্ত হবে না, ক্ষতিগ্রস্ত হবে প্রান্তিক চাষিরাও। বিদ্যমান যেসব সমস্যার কথা আমরা তুলে ধরলাম সেগুলোর সমাধানে সরকারি উদ্যোগ তথা সংশিষ্ট কর্তৃপক্ষ বিসিক উদ্যোগ গ্রহণ না করলে সেক্ষেত্রে চামড়া নষ্ট হলে এর দায় ট্যানারি মালিকরা নেবেন না।’

সভাপতি বলেন, ‘ভাঙা সড়কে একটি ট্রাক আটকে গেলে ভয়াবহ যানজট সৃষ্টি হবে। এতে ট্রাকভর্তি চামড়া পচন ধরতে পারে, যা জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়াবে। এর দায়ও ট্যানারির মালিকরা নেবেন না।’

লবণের দাম বৃদ্ধি চামড়া সংগ্রহে কোনো প্রভাব ফেলবে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মাহিন বলেন, ‘প্রত্যেক বছরই কোরবানির সময় লবণের ঘাটতি ও মূল্য বৃদ্ধি দেখা যায়। তবে সরকার থেকে বলা হয়েছে এ বছর কোরবানির চামড়া সংগ্রহের জন্য চার-পাঁচ টন আমদানি করা হবে, সেটার ব্যবস্থা হলে চামড়া সংগ্রহে সমস্যা থাকবে না।’

চামড়া পাচার প্রসঙ্গে মহিউদ্দিন মাহিন বলেন, ‘এ বছর চামড়া পাচার হওয়ার কোনো আশঙ্কা নেই। এ ব্যাপারে সরকার আইনশৃঙ্খলা বাহিনীকে খুব তৎপর থাকার নির্দেশ দিয়েছে।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র ভাইস চেয়ারম্যান, উপদেষ্টা ও সদস্যবৃন্দ।

(ঢাকাটাইমস/২৬আগস্ট/এনআই/জেবি)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

ভ্যাট ফাঁকি বন্ধ করতে ব্যবসা প্রতিষ্ঠানে ইএফডি ডিভাইস বসানোর উদ্যোগ নেওয়া হবে: অর্থ প্রতিমন্ত্রী

পাটজাত পণ্যের বৈশ্বিক বাজারকে কাজে লাগাতে হবে: পাটমন্ত্রী

অধ্যাপক খলীলী ব্যাংক এশিয়ার বোর্ড অডিট কমিটির চেয়ারম্যান নির্বাচিত

স্বর্ণের দাম কমল ভরিতে ৩ হাজার ১৩৮ টাকা

জনতা ব্যাংকের ম‌্যানেজার্স ইন্ডাকশন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

বঙ্গবন্ধু হাই-টেক সিটিতে স্থানান্তরিত হলো ন্যাশনাল ব্যাংক ডিজাস্টার রিকভারি সাইট

ইসলামী ব্যাংকের ইন্টার্নশিপ প্রোগ্রাম উদ্বোধন

টেকসই প্রবৃদ্ধি অর্জন করছে ওয়ালটন, মুনাফা বেড়েছে ৫১২ কোটি টাকা

মিনিস্টারের শতকোটি টাকার ঈদ উপহার জিতে আনন্দিত ক্রেতারা 

সোশ্যাল ইসলামী ব্যাংকের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স উদ্বোধন

এই বিভাগের সব খবর

শিরোনাম :