মাধবপুরে হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ আগস্ট ২০১৭, ১৭:৪১

হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা গ্রামের ছাত্রলীগ নেতা রেদোয়ান মহসিন টিপু হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি জাবেদ মিয়া সবুজকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার সকালে পুলিশ উপজেলার জগদীশপুর এলাকা থেকে জাবেদ মিয়া সবুজকে গ্রেপ্তার করে। তিনি উপজেলার বহরা ইউনিয়নের দেওগাঁও গ্রামের মো. মহিউদ্দিন মিয়ার ছেলে।

মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ কামরুল হাসান জানান, ওইদিন গোপন সূত্রে খবর পেয়ে জগদীশপুর বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সে মনতলা বাজারের ছাত্রলীগ নেতা রেদোয়ান মহসিন টিপু হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি।

প্রসঙ্গত, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ২০১১ সালের ৭ জানুয়ারি মহসিন মাস্টারের ছেলে রেদোয়ান মহসিন টিপুকে তার ঘরে প্রবেশ করে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। দুই দিন পর ৯ জানুয়ারি টিপুর স্ত্রী হাসিনা আক্তার বেবী মাধবপুর থানায় হত্যা মামলা করেন। ২৩ আগস্ট হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাফরোজ পারভিন রেদোয়ান মহসিন টিপু হত্যা মামলায় ৮ জনের ফাঁসির আদেশ এবং ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

(ঢাকাটাইমস/২৭আগস্ট/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :