বরগুনায় শিক্ষিকা ধর্ষণের প্রতিবাদের সাভারে অনশন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ আগস্ট ২০১৭, ১৭:৫০

বরগুনায় স্কুল শিক্ষিকাকে শ্রেণিকক্ষে ধর্ষণের ঘটনায় সাভারে প্রতীকী অনশন করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা।

রবিবার বিকালে সাভার উপজেলা চত্বরে এই কর্মসূচিতে অংশ নেন উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষক-শিক্ষিকা।

এসময় শিক্ষকরা জানান, শ্রেণিকক্ষে শিক্ষিকা ধর্ষণের অভিযুক্তদের দ্রুত আটক করে ফাঁসির শাস্তি নিশ্চিত করতে হবে। এছাড়াও চিকিৎসকের প্রদানকৃত সনদপত্রে মিথ্যা প্রতিবেদন প্রকাশ করায় ওই চিকিৎসকেরও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা।

এরপর উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি দেন শিক্ষকরা।

প্রতীকী অনশনে সাভার উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মো. আলাউদ্দিনের সভাপতিত্বে বক্তব্য দেন বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম। এছাড়া সাভার উপজেলা সহকারী শিক্ষা অফিসার তাবশিরা ইসলাম লিজা ও উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম পাটোয়ারীও বক্তব্য দেন।

(ঢাকাটাইমস/২৭আগস্ট/আইআই/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :