পাকুন্দিয়ায় নদী ভাঙন ঘুরে দেখলেন সাংসদ

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ আগস্ট ২০১৭, ১৮:২০

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মধ্যদিয়ে প্রবাহিত ব্র‏হ্মপুত্র নদের তীব্র ভাঙনে চরটেকী ও চরআলগী গ্রাম বিলীন হওয়ার পথে। রবিবার সকালে ব্র‏হ্মপুত্রের ভাঙনকবলিত গ্রাম দুটি পরিদর্শনে যান স্থানীয় সংসদ সদস্য ও পররাষ্ট্র সম্পর্কিত মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট মো. সোহরাব উদ্দিন।

এসময় তিনি ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং তাদের পুনর্বাসনে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

এমপি বলেন, বর্তমান সরকার যেকোন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ায়। এ এলাকার দুটি গ্রামের অধিকাংশ ঘরবাড়ি নদীতে বিলীন হয়ে গেছে। এছাড়াও চরকাওনা গ্রামের ফসলি জমি পানিতে ডুবে কৃষকদের ব্যাপক ক্ষতি হয়েছে। নদী ভাঙন ও ফসলি জমি ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি মন্ত্রী মহোদয়ের সাথে কথা বলে শিগগির প্রয়োজনীয় সাহায্য সহযোগিতা করা হবে।

(ঢাকাটাইমস/২৭আগস্ট/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :