শেরপুর স্থলবন্দর দিয়ে ভারতীয় নাগরিকের মরদেহ হস্তান্তর

শেরপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ আগস্ট ২০১৭, ২০:২৫

শেরপুরের নালিতাবাড়ীর নাকুগাঁও স্থলবন্দর দিয়ে ইলিন মইন নামে ভারতীয় নাগরিক এক বৃদ্ধের মরদেহ সেদেশের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে রবিবার বিকালে ওই মরদেহটি হস্তান্তর করা হয়।

এসময় দুই দেশের স্থানীয় প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও সীমান্তরক্ষী বাহিনী বিজিবি এবং বিএসএফের ক্যাম্প কমান্ডারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সূত্র জানায়, গত ১১ মে ভারতের মেঘালয় রাজ্যের তুরা জেলার বাগমারা থানার বাগমারা গ্রামের মৃত প্রমোদ মইনের ছেলে উনষাট বছর বয়সী ইলিন মইন স্বজনদের অজান্তে নদীতে ডুবে মারা যায়। পরদিন ১২ মে বাংলাদেশ সীমান্তের শেরপুরের নালিতাবাড়ীর ঘাকপাড়া এলাকায় ভোগাই নদীর ঘাট থেকে ইলিনের মরদেহ অজ্ঞাত হিসেবে উদ্ধার করে স্থানীয় থানা পুলিশ।

এদিকে, মরদেহটি ভারতীয় নাগরিকের বলে ধারণা করায় সেদেশের বিএসএফের মাধ্যমে মরদেহের ছবি পাঠানো হলে পরিচয় নিশ্চিত করে ভারতীয় পুলিশ। এরপর শেরপুর জেলা হাসপাতালের হিমঘরে রেখে দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে বিকালে মরদেহটি হস্তান্তর করা হয়।

শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

(ঢাকাটাইমস/২৭আগস্ট/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :