১৪ দিন পর দিনাজপুরের সঙ্গে ট্রেন যোগাযোগ শুরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ আগস্ট ২০১৭, ২০:৩৯

বন্যার কারণে টানা ১৪ দিন ট্রেন চলাচল বন্ধ থাকার পর রবিবার দিনাজপুরের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল শুরু হয়েছে। তবে পঞ্চগড় ও ঠাকুরগাঁওয়ের সঙ্গে রেল যোগাযোগ এখনো বন্ধ রয়েছে।

রেলের প্রকৌশল বিভাগের সহকারী প্রকৌশলী তারেকুল ইসলাম জানান, সদর উপজেলার কাউগাঁও-চিরিরবন্দর রুটে ১৬ কিলোমিটার রেললাইনের মাটি সরে যায়। প্রকৌশল বিভাগ ১০ দিন ধরে রেললাইন পুনঃস্থাপনের কাজ শেষ করে।

দিনাজপুর রেল স্টেশনের মাস্টার মঞ্জুরুল ইসলাম জানান, ঢাকাসহ সারাদেশের রেল যোগাযোগ পুনরায় চালু হওয়ায় যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। আজ রাতে ঢাকার উদ্দেশ্যে দিনাজপুর থেকে ছেড়ে যাবে আন্তঃনগর একতা এক্সপ্রেস।

গত ১৩ আগস্ট বন্যায় দিনাজপুর-পার্বতীপুর রেল রুটের কাউগাঁ স্টেশনের অদূরে চুনিয়াপাড়ায় রেল লাইনের মাটি ও পাথর সরে যাওয়ায় রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

(ঢাকাটাইমস/২৭আগস্ট/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :