শৈলকুপা ইউএনওর উদ্যোগে চিলমারীতে ত্রাণ বিতরণ

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ আগস্ট ২০১৭, ২১:০০

ঝিনাইদহের শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা উসমান গনির উদ্যোগে ত্রাণ পেল কুড়িগ্রামের চিলমারী উপজেলার অষ্টমির চরের ৬২০টি পরিবার। শৈলকুপা উপজেলা প্রশাসনের সহযোগিতায় ফেসবুক গ্রুপ ‘ড্রিম শৈলকুপা’র মাধ্যমে সংগ্রহকৃত টাকার ত্রাণ পৌঁছে দেয়া হয় বানভাসিদের মাঝে।

জানা গেছে, শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা উসমান গনি বানভাসি মানুষের সহযোগিতার জন্য ‘ড্রিম শৈলকুপা’ নামে একটি ফেসবুক পেইজ খোলেন। সেখানে সর্বস্তরের মানুষের কাছে বানভাসিদের জন্য সাহায্যের আবেদন জানানো হয়। ফেসবুকের মাধ্যমে মানুষের দানকৃত ও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সংগ্রহকৃত ৪ লাখ ২৬ হাজার ৪৭ টাকার ত্রাণ ৬২০ জন বাসভাসিদের কাছে পৌঁছে দেয়া হয়।

ত্রাণের মধ্যে ছিল ১০ কেজি করে চাল, ৫ কেজি আলু, এক কেজি মসুড়ের ডাল, এক কেজি লবণ, এক লিটার সয়াবিন তেল এবং ১০ প্যাকেট স্যালাইন।

ত্রাণ বিতরণের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা উসমান গনি, উপজেলা ভাইস চেয়ারম্যান শামীম হোসেন মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২৭আগস্ট/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :