বর্ষা এলেই বাড়ে নৌকার কদর

শাখাওয়াত হোসেন, সিরাজদিখান (মুন্সীগঞ্জ)
 | প্রকাশিত : ২৭ আগস্ট ২০১৭, ২২:৪০

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার নিচু এলাকা বর্ষা মৌসুম শুরুর সাথে সাথে পানিতে তলিয়ে গেছে। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় মানুষের চলাচলের প্রধান বাহন হচ্ছে এখন নৌকা। আর এ নৌকার চাহিদার বড় অংশ পূরণ করছে সিরাজদিখানের নৌকা তৈরির মিস্ত্রিরা। তাদের তৈরি নৌকার অনেক কদর। সারাবছর বিভিন্ন ফার্নিচার তৈরির কাজ করলেও বর্ষা মৌসুম এ নৌকা তৈরিতে ব্যস্ত সময় পাড় করেন। বিভিন্ন এলাকা থেকে চাহিদার উপর ভিত্তি করে তারা নৌকা তৈরি করে থাকেন।

উপজেলার সিরাজদিখান, ইছাপুরা, তালতলা, বালুচরসহ বিভিন্ন এলাকা নৌকা তৈরির কাজ করছেন মিস্ত্রিরা।

সিরাজদিখান বাজারের মিস্ত্রীরা জানান, চাহিদা অনুযায়ী বিভিন্ন ধরনের নৌকা তৈরি করে থাকেন তারা। তবে এলাকায় বর্তমানে কোষা নৌকার কদর বেশি। কোষা নৌকার সাহায্যে এলাকার মানুষ চলাচল, গৃহস্থালির কাজকর্ম, ছাত্র-ছাত্রীদের স্কুলে যাতায়াতসহ বিভিন্ন কাজ করে থাকে।

কোষা নৌকা ক্রেতারা হাট-বাজার থেকে ক্রয় করে আবার নৌকা তৈরির কারখানা থেকেও ক্রয় করে থাকেন। আশপাশের বিভিন্ন উপজেলা থেকে ব্যবসায়ীরা নৌকা ক্রয় করে থাকেন।

(ঢাকাটাইমস/২৭আগস্ট/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :