উভচর বাস (ভিডিও)

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ আগস্ট ২০১৭, ১০:৩১

প্রযুক্তির উৎকর্ষে পরিবহন ব্যবস্থায় আমূল পরিবর্তন হয়েছে। আকাশে পাখা মেলেছে উড়ন্ত যান। সড়কে দেখা মিলেছে উড়ুক্কু যানের। এবার উভচর যানে হদিস মিললো। জার্মানির ব্যস্ত শহর বুদাপেস্টে পর্যটকরা বাসে চড়ে নৌবিহার করেন। এই বাস যেমন ডাঙায় চলে তেমনি পানিতে ভেসে বেড়ায়।

উভচর এই বাসটি দেখতে আর পাঁচটা বাসের মতোই৷ পর্যটকরা আবার নদী থেকে বুদাপেস্ট শহরের সৌদর্য উপভোগ করেন। ড্যানিউব নদীর এই প্যানোরামা ইউনেস্কোর বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় রয়েছে৷

দেড় ঘণ্টার টুরে বাসটা প্রথমে বুদাপেস্টের প্রাচীন অংশে যা কিছু দেখবার মতো, তা ঘুরে দেখায়। ঠিক অন্যান্য টুরিস্ট বাসের মতোই। যেমন সেন্ট স্টেফানের বাসিলিকা বা গির্জা, যেখানে অন্যান্য রাজারাজড়া ও সাধুসন্তের সঙ্গে হাঙ্গেরির ফুটবলের কিংবদন্তি ফেরেঞ্চ পুস্কাসেরও সমাধি রয়েছে৷

শেষমেষ বাস চলে নদীর দিকে: এ বাস যে শিগগিরই স্টিমার হয়ে যাবে, সেটা অনেক যাত্রীর কাছে ভয়ের ব্যাপার বৈকি৷

এক হিসেবে সিটি ট্যুরের এটাই হল ক্লাইম্যাক্স, বাসটা যখন ৭০ মিটার লম্বা ব়্যাম্প ধরে পানিতে নামে৷ সঙ্গে উচ্চৈঃস্বরে আবহসংগীত, তারপর – ঝপাস! যাত্রীরা আশ্বস্ত – বাস সত্যিই পানিতে চলতে পারে৷ বাসচালক টামাস নাহোচকি মজা করে বলেন, ‘ডাঙায় চলে ঠিক বাসের মতো – ছ'টা চাকা আর ইঞ্জিন, সবই আছে৷ আবার পানির ওপর বাসটা চলে একটা সুবিশাল জেট-স্কির মতো – তবে অতটা জোরে নয়৷’

(ঢাকাটাইমস/২৮আগস্ট/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :