চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় স্কুলছাত্র নিহত

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ আগস্ট ২০১৭, ১৪:০০

চুয়াডাঙ্গায় বাসের থাক্কায় সুমন নামে ১৫ বছর বয়সী এক স্কুলছাত্র নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ছয়জন।

সোমবার সকাল সাড়ে আটটার দিকে চুয়াডাঙ্গা-জীবননগর মহাসড়কের আকুন্দবাড়িয়া আবাসনের কাছে এই দুর্ঘটনা ঘটে।

নিহত সুমন সদর উপজেলার আকুন্দবাড়িয়া গ্রামের আরজেন আলীর ছেলে এবং উথলী মাধ্যমিক বিদ্যালয়ের ১০ শ্রেণীর ছাত্র।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে সুমনসহ ছয় থেকে সাতজন পাওয়ার টিলারে চড়ে পার্শ্ববর্তী মাঠে ধান ক্ষেতে যাচ্ছিল। আকুন্দবাড়িয়া আবাসনের কাছে পৌঁছার পর একই দিক থেকে আসা কেজিএন পরিবহনের একটি বাস পাওয়ার টিলারটিকে ধাক্কা দিলে সুমনসহ ছয়জন আহত হয়। তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়ার পথে সুমন মারা যায়। আহত অন্য পাঁচজনকে স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার ইন্সপেক্টর (ওসি, তদন্ত) গোলাম রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ঢাকাটাইমস/২৮আগস্ট/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :