মাদারীপুরে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

মাদারীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ আগস্ট ২০১৭, ১৮:১৫

মায়ের সঙ্গে বাড়ির কাজের ছেলের পরকীয়া প্রেমের জের ধরে পুত্র খুনের ঘটনায় সোমবার একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। দণ্ডপ্রাপ্ত শামীম মাতুব্বর (২৫) সদর উপজেলার মহিষেরচর গ্রামের বারেক মাতুব্বরের ছেলে।

মাদারীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ নাজমুল হক শ্যামল বিকালে এই রায় দেন।

মামলার বিবরণে প্রকাশ, মহিষেচর গ্রামের ইব্রাহিম খলিলের বাড়িতে বিল্ডিংয়ে নির্মাণ কাজ করার সময় তার স্ত্রী আসমা বেগমের সাথে দণ্ডপ্রাপ্ত শামীমের পরকীয়া প্রেম হয়। তাদের আপত্তিকর অবস্থায় খলিলের ছেলে নুর মোহাম্মদ সুজন দেখে ফেলে। এরপর ২০১৪ সালের ১৬ জুন সন্ধ্যায় সুজন বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়। পরদিন বাড়ির নিকটস্থ আড়িয়াল খাঁ নদীর পাড়ে সুজনের গলাকাটা লাশ পাওয়া যায়। এ ঘটনায় সুজনের পিতা ইব্রাহিম খলিল অজ্ঞাতনামা আসামি করে সদর থানায় মামলা করলে এসআই আবু তালেব ওই বছর ১১ নভেম্বর সুজনের মা আসমা বেগম পরকীয়া প্রেমিক শামীম মাতুব্বর, আরিফ মাতুব্বর ও সুমন মাতুব্বরকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। আসামী শামীম গ্রেপ্তার হওয়ার পর ফৌজদারী কার্যবিধি ১৬৪ ধারামতে ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন। আদালত উপযুক্ত প্রমাণাদি শেষে শামীমকে যাবজ্জীবন কারাদণ্ড ও মাসহ বাকিদের খালাস দেয়।

রায়ের সময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে হাজির ছিলেন। সরকার পক্ষে পিপি এমরান লতিফ রায়ে সন্তোষ প্রকাশ করেন।

(ঢাকাটাইমস/২৮আগস্ট/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :