মুগদায় ভাঙ্গারির দোকানে বিস্ফোরণে দগ্ধ ৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ আগস্ট ২০১৭, ১৮:২৯

রাজধানীর মুগদা থানার মান্ডা এলাকায় একটি ভাঙ্গারির দোকানে বিস্ফোরণে দোকানের মালিকসহ তিনজন দগ্ধ হয়েছেন। তারা হলেন মো. আলম (৩৩), দোকানের কর্মচারী আবদুল মোমিন (২২) ও আনোয়ার হোসেন জ্যোতি (২২)।

আজ সোমবার বিকালে এ দুর্ঘটনা ঘটে। আহত তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

দগ্ধদের বরাত দিয়ে স্থানীয় আলী হোসেন বলেন, আজ বিকাল সোয়া তিনটার দিকে মান্ডার শেষ মাথায় আফরোজা এন্টারপ্রাইজ নামের একটি ভাঙ্গারির দোকানে হাইড্রোলিক মেশিনের মধ্যে ভাঙ্গারি মাল দিয়ে মেশিন চালু করার সময় প্রচণ্ড শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ওই দোকানে থাকা তিনজন দগ্ধ হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে যান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের কর্তব্যরত চিকিৎসক মাহবুবুর রহমান ঢাকাটাইমসকে বলেন, দগ্ধদের মধ্যে আলমের শরীরের ৫৭ শতাংশ, মোমিনের ১৬ শতাংশ এবং জ্যোতির ৩০ শতাংশ পুড়ে গেছে। তাদের বার্ন ইউনিটের অবজারভেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৮আগস্ট/এএ/মোআ)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :