বাস ট্রাক সংযোজনে ভালুকায় হচ্ছে কারখানা

নিজস্ব প্রতিবেধক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ আগস্ট ২০১৭, ২০:০২

বাংলাদেশের শীর্ষ স্থানীয় শিল্প প্রতিষ্ঠান র‌্যাংগস গ্রুপ ও রানার মটরসের যৌথ প্রযোজনায় ভারতের ‘আইশার ব্র্যান্ড’ বাংলাদেশে অটোমোবাইল সংযোজন প্ল্যান্ট করছে। এই প্ল্যান্টে বাস ও ট্রাক তৈরি হবে।

সোমবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়।

ভারতের বৃহৎ বাণিজ্যিক যানবাহন প্রস্তুতকারী ‘ভি ই কমার্শিয়াল ভেহিকেলস লি.’ –এর অঙ্গ প্রতিষ্ঠান ‘আইশার ট্রাকস অ্যান্ড বাসেস’ সম্প্রতি বাংলাদেশে তাদের সি কে ডি যানবাহন সংযোজন কার্যক্রম শুরু করার ঘোষণা দিয়েছে।

এই প্ল্যান্টটি ৩৫ একর জমির উপর ময়মনসিংহের ভালুকায় স্থাপন করা হবে। এখান থেকে প্রতি মাসে ৫০০ ইউনিট যানবাহন সংযোজন ক্ষমতা সম্পর্ণ এই প্ল্যান্টে নতুন প্রজন্মের অত্যাধুনিক প্রযুক্তির অ্যাসেম্বলি লাইন ও টেস্টিং সুবিধা থাকবে। বাংলাদেশে পরিবহন জগতে আধুনিকতা আনতে তাঁরা এই উদ্যোগ নিয়েছে। ২০১৮ সালে এই প্ল্যান্টে উৎপাদন কার্যক্রম শুরু হবে।

ভি ই কমার্শিয়াল ভেহিকেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বিনোদ আগারওয়াল বলেন, ‘বাংলাদেশের অর্থনীতি দ্রুত এগিয়ে যাচ্ছে। এই দেশের জিডিপি বেড়েই চলছে। এই দেশে আমরাই প্রথম বি এস থ্রি মানের যানবহন এনেছি। বাংলাদেশ আইশারের জন্য খুবই গুরত্বপূর্ণ মার্কেট। বাংলাদেশে আমরা ‘ফুয়েল কোচিং’ এবং ‘ক্রুজি কন্ট্রোল’-এর মতো আধুনিক প্রযুক্তি চালু করেছি। এখন যে প্ল্যান্ট করা হবে সেটা আমাদের অবস্থান ও বাংলাদেশের জন্য খুব ভালো কিছু নিয়ে আসবে।’

রানার মোটরসের চেয়ারম্যান হাফিজুর রহমান খান বলেন, ‘আমরা আইশার ট্রাক ও বাস এর অংশীদার এবং সি কে ডি সংযোজন প্ল্যান্টের কাজ শুরু করতে পেরে আনন্দিত। আমরা আইশার ট্রাক ও বাসের জন্য একটি স্কুল প্রতিষ্ঠা করেছি। এর মাধ্যমে আমাদের দেশে দক্ষ জনবল তৈরি হবে। আমরা এই প্ল্যান্টের মাধ্যমে আমাদের দেশে যানবাহনে আধুনিকতা আনতে পারব।’

র‌্যাংগস মোটরস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সোহানা রউফ চৌধুরী বলেন, ‘আমরা আইশারের বাস বাংলাদেশে নামিয়েছি। এ বছর আরও বাস বাড়াবো। আমাদের লক্ষ্য হচ্ছে যানবাহনে আধুনিকতা নিয়ে আসা।’

(ঢাকাটাইমস/২৮ আগস্ট/এনআই/জেডএ)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

ভ্যাট ফাঁকি বন্ধ করতে ব্যবসা প্রতিষ্ঠানে ইএফডি ডিভাইস বসানোর উদ্যোগ নেওয়া হবে: অর্থ প্রতিমন্ত্রী

পাটজাত পণ্যের বৈশ্বিক বাজারকে কাজে লাগাতে হবে: পাটমন্ত্রী

অধ্যাপক খলীলী ব্যাংক এশিয়ার বোর্ড অডিট কমিটির চেয়ারম্যান নির্বাচিত

স্বর্ণের দাম কমল ভরিতে ৩ হাজার ১৩৮ টাকা

জনতা ব্যাংকের ম‌্যানেজার্স ইন্ডাকশন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

বঙ্গবন্ধু হাই-টেক সিটিতে স্থানান্তরিত হলো ন্যাশনাল ব্যাংক ডিজাস্টার রিকভারি সাইট

ইসলামী ব্যাংকের ইন্টার্নশিপ প্রোগ্রাম উদ্বোধন

টেকসই প্রবৃদ্ধি অর্জন করছে ওয়ালটন, মুনাফা বেড়েছে ৫১২ কোটি টাকা

মিনিস্টারের শতকোটি টাকার ঈদ উপহার জিতে আনন্দিত ক্রেতারা 

সোশ্যাল ইসলামী ব্যাংকের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স উদ্বোধন

এই বিভাগের সব খবর

শিরোনাম :