ইতালিতে গাজীপুর সমাজকল্যাণ সমিতির বনভোজন

ইউরোপ ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ আগস্ট ২০১৭, ২০:২৪

ইউরোপ অভিবাসীদের জীবনে প্রশান্তির সময়ই হচ্ছে গ্রীস্মকাল। যান্ত্রিক জীবনের একঘেয়ামি দূর করতে গাজীপুর জেলা সমাজকল্যাণ সমিতি, ইতালির আয়োজনে অনুষ্ঠিত হলো বার্ষিক বনভোজন।

প্রধান অতিথি গাজীপুরের কৃ‌তি সন্তান, ইউরো‌পের বি‌শিষ্ট ব্যবসায়ী ও সংগঠক ম‌জিবর সরকারসহ গাজীপুর জেলা সমাজকল্যাণ স‌মি‌তির সভাপ‌তি সোহরাব সরকার ও সাধারণ সম্পাদক আবুল কালাম এবং সংগঠ‌নের সকল কর্মকর্তা উপ‌স্থিত ছি‌লেন।

বনভোজনের স্থান‌টি ছিল কমু‌নে দি মার্তা’র লা‌গো দি বোলসেনার পাড়ে। ইউরোপের বৃহত্তর আগ্নেয় হ্রদ এবং ইতালির বৃহত্তম পঞ্চম হ্রদ এটি, যা রাজধানী রোম থেকে ১২৫ কিলোমিটার দূরে উত্তরাঞ্চলের লাজিও আগ্নেয়গিরি প্রধান ক্যালডেয়ায় অবস্থিত।

যাত্রা প‌থেই বি‌ভিন্ন কৌতুক, গান ও হা‌সি ঠাট্টা প্রবাসীদের ক্লান্তি দূর করে দেয়।

(ঢাকাটাইমস/২৮আগস্ট/এমএম/এলএ)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :