রীতি ভেঙে শিক্ষাবোর্ডে ১৫ বছর ধরে প্রেষণে কর্মকর্তা

মহিউদ্দিন মাহী, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ আগস্ট ২০১৭, ০৭:৫৯

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার উপ-পরিচালক (অডিট ও হিসাব) ফজলে ইলাহী। তিনি বিসিএস শিক্ষা ক্যাডারের একজন কর্মকর্তা। বিসিএস-১৪ ব্যাচের এই কর্মকর্তা গত ১৫ বছরের মধ্যে ১৩ বছরেই ঢাকা শিক্ষা বোর্ডে ডেপুটেশনে আছেন। বাকি দুই বছরও তিনি প্রেষণে ছিলেন।

বিএনপি আমল থেকে শুরু করে আওয়ামী লীগ আমলেও তিনি একই বোর্ডে দায়িত্বপালন করছেন। শিক্ষা ক্যাডারের অর্থনীতি বিভাগের এই শিক্ষক ২০০২ সালের শেষের দিকে ঢাকা শিক্ষা বোর্ডে উপ-পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পান। এরপর ২০০৭ সাল পর্যন্ত তিনি একই পদে ছিলেন। ২০০৭ সালে তাকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) একটি প্রকল্পে প্রেষণে নিয়োগ দেয়া হয়। সেখানে তিনি ছিলেন দুই বছর। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ২০১০ সালে তাকে ঢাকা শিক্ষা বোর্ডের উপ-পরিচালক (হিসাব ও নিরীক্ষা) পদে পদায়ন করা হয়। সব মিলিয়ে তিনি ১৫ বছর ধরে প্রেষণে আছেন।

প্রেষণে নিয়োগ পাওয়ার আগে এই সহযোগী অধ্যাপক সিরাজগঞ্জে ইসলামি সরকারি কলেজে পড়াতেন।

এ বিষয়ে জানতে চাইলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন পদস্থ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘সরকারি চাকরির রীতি অনুযায়ী একজন কর্মকর্তা এক স্থানে তিন বছর থাকতে পারেন। সাধারণত তিন বছর পর পর বদলি করা হয়। কিন্তু কেউ যদি এর চেয়েও বেশি সময় একই পদে থাকেন সেটা বেআইনি হবে না। তবে রীতিবহির্ভূত।’

নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষা মন্ত্রণালয়ের একজন পদস্থ কর্মকর্তা বলেন, ‘শিক্ষা প্রশাসনে বিভিন্ন দায়িত্বপূর্ণ পদে থাকেন শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা। তারা নিজেদের দলীয় আনুগত্য ও শক্তি দিয়ে একই পদে অনেক দিন ধরেই থেকে যাচ্ছেন। তাদের কাউকে কাউকে সরানো হলেও আবার ঘুরে-ফিরে একই স্থানে চলে আসছেন।’ এই গ্রুপটি বেশ শক্তিশালী বলে মনে করেন তিনি।

জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব (আইন কর্মকর্তা) আবদুল্লাহ আল মামুন ঢাকাটাইমসকে বলেন, ‘আসলে সরকারি চাকরিতে একই পদে একজন কর্মকর্তা কতদিন থাকবে সেটির সুনির্দিষ্ট কোনো বিধান বা আইন নেই। তবে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন বোর্ডের চেয়ারম্যান এবং পরীক্ষা নিয়ন্ত্রকদের সময়সীমা নির্ধারিত আছে। সর্বোচ্চ তারা একসঙ্গে তিন বছর থাকতে পারে। কিন্তু অন্যান্য কর্মকর্কাতের বিষয়ে সে রকম কোনো ধরাবাধা নিয়ম নেই।’

এক প্রশ্নের জবাবে এই কর্মকর্তা বলেন, ‘তবে সাধারণ যে প্রথা সেটি হচ্ছে তিনবছর পরপর বদলি বা ডেপুটেশন পরিবর্তন হয়। কিন্তু সেটা আসলে নির্ভর করে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা শাখার উপর।’

এ বিষয়ে জানতে চাইলে ফজলে এলাহী ঢাকাটাইমসকে বলেন, ‘একজন কর্মকর্তা দীর্ঘদিন একই পদে থাকা আইনের লঙ্ঘন নয়। এটি নির্ভর করে সরকারের উপর। শিক্ষা মন্ত্রণালয় আমাদের বদলির বিষয়টি দেখে। তারা যাকে যেখানে ভাল মনে করে তাকে সেখানে দেয়।’

এক প্রশ্নের জবাবে এই কর্মকর্তা বলেন, ‘আমি ঢাকা শিক্ষা বোর্ডে থাকলেও আমাকে মাউশিতে বদলি করা হয় ২০০৭ সালে। কিন্তু এরপর আবার আমাকে এই বোর্ডে নিয়োগ দেয়া হয়। আসলে কিছু বিষয় আছে যেখানে অভিজ্ঞ লোকের দরকার হয়। সে কারণে কর্তৃপক্ষ সবকিছু বিবেচনায় রেখে বদলি বা পদায়ন করে থাকে।’

(ঢাকাটাইমস/২৯আগস্ট/এমএম/ডব্লিউবি)

সংবাদটি শেয়ার করুন

বিশেষ প্রতিবেদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :