অন্যের গানের মডেল হলেন আসিফ

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২৯ আগস্ট ২০১৭, ১১:২৭ | প্রকাশিত : ২৯ আগস্ট ২০১৭, ১০:৪৬

দেশের জনপ্রিয় একজন কণ্ঠশিল্পী আসিফ আকবর। বাংলা আধুনিক গানকে তিনি পৌছে দিয়েছেন নতুন এক উচ্চতায়। ক্যারিয়ারের শুরু থেকেই পেয়ে আসছেন ভক্ত ও শ্রোতাদের ভালোবাসা। মডেলিংও নতুন কিছু নয় গায়কের কাছে। নিজের গানের মিউজিক ভিডিওতে বহুবারই মডেল হয়েছেন তিনি। এবার প্রথমবারের মতো অন্যের গাওয়া গানের মডেল হলেন তিনি।

‘একলা পাখি’ শিরোনামের একটি মডেল হয়েছেন আসিফ। গানটির গায়ক ‘যে পাখি ঘর বোঝে না’খ্যাত ধ্রুব গুহ। মিউজিক ভিডিওটিতে আসিফের নায়িকা থাকছেন সুমাইয়া আনজুম মিথিলা। থাকবে ধ্রুবর উপস্থিতিও। ইতিমধ্যে বান্দরবানে এর চিত্রায়ণও হয়েছে। এটি নির্মাণ করেছেন শুভব্রত সরকার।

অন্যের গানের মডেল হওয়া প্রসঙ্গে আসিফ বললেন, ‘হুট করেই এ সিদ্ধান্ত নিয়েছি বলা যাবে না। কারণ গানটি বেশ কয়েকবার শুনেছি। এর কথা, সুর ও সংগীত আমার ভালো লেগেছে। আর ধ্রুব গুহ আমার প্রিয় মানুষদের একজন। তাই তার গানটিতে অভিনয় করা। তবে হ্যাঁ, নিজের গানের বাইরে এটাই আমার প্রথম এবং শেষ অভিনয়!’

এদিকে কয়েকদিন আগে গানচিল মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে আসিফের গাওয়া ‘সাদা আর লাল’ শিরোনামের গান। এই মিউজিক ভিডিওতে তাকে দেখা গেছে ষাটের দশকের পপতারকার ভূমিকায়। তার সঙ্গে মডেল হয়েছেন চিত্রনায়িকা পপি। আসিফ ইকবালের লেখা গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন অটামনাল মুন।

সুরেলা কণ্ঠের জন্য দেশের বাইরেও সমান পরিচিত আসিফ। ২০০১ সালে প্রকাশিত হয় তার প্রথম সঙ্গীত অ্যালবাম ‘ও প্রিয়া তুমি কোথায়’। এই অ্যালবামের মাধ্যমে দেশব্যাপী ব্যাপক পরিচিতি ও জনপ্রিয়তা পান তিনি। ক্যারিয়ারের প্রথম অ্যালবামেই ক্যাসেট বিক্রির দিক দিয়ে রেকর্ড গড়ে ‘ও প্রিয়া তুমি কোথায়’। সেই থেকে শুরু। এখনও আগের মতোই আছে তার কণ্ঠের ধার। আছে সেই পুরোনো সুরও।

ঢাকাটাইমস/২৯আগস্ট/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিনোদন এর সর্বশেষ

যেভাবে সালমান খানের বাড়িতে গুলি চালানোর ছক কষা হয়

শিল্পী সমিতির নির্বাচনে এফডিসিতে প্রবেশে নিষেধাজ্ঞায় পরিচালকদের তীব্র ক্ষোভ

নির্বাচনে পীরজাদা হারুনকে বয়কট করলেন চিত্রনায়িকা শিল্পী

বাসার কেয়ারটেকারের কাছে বাঁচার আকুতি জানিয়েছিলেন নির্মাতা হিরণ

শিল্পী সমিতির নির্বাচন: ইশতেহার নিয়ে যা বললেন নিপুণ

তৃতীয় মৃত্যুবার্ষিকী: মিনা পাল থেকে যেভাবে তিনি হয়ে উঠেছিলেন কবরী

শিল্পী সমিতির নির্বাচনে ভোটার ছাড়া প্রবেশ নিষেধ, থাকবে মোবাইল কোর্ট

নির্মাতা হিরণের আকস্মিক মৃত্যুতে অপমৃত্যু মামলা

বাইকে বসে গুলি চালানো হয় সালমান খানের বাড়িতে! ভিডিও প্রকাশ

নিউইয়র্কে প্রদর্শিত হবে ইভান মনোয়ারের শর্ট ফিল্ম ‘প্যাসেঞ্জার’

এই বিভাগের সব খবর

শিরোনাম :