জার্মানের জাতীয় নির্বাচনে শেখ হাসিনা

কমরেড খোন্দকার, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ আগস্ট ২০১৭, ১০:৫৮

বিশ্বের ক্ষমতাবান রাষ্ট্রনায়কদের মধ্যে প্রধামন্ত্রী শেখ হাসিনার দর্শন আজ জাতিসংঘসহ সারা বিশ্ব অনুকরণ করছে। যার স্বীকৃতিস্বরূপ প্রধানমন্ত্রীকে ২৯ বার আন্তর্জাতিক সম্প্রদায় অ্যাওয়ার্ডের মাধ্যমে প্রশংসিত করেছে। আর শেখ হাসিনার সেই ইমেজেকে পুঁজি করে আগামী ২৪ সেপ্টেম্বর জার্মানির নির্বাচনে চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের রক্ষণশীল সিডিইউ দল শেখ হাসিনার ছবি ব্যবহার করে নির্বাচনে পোস্টার ছেপেছে। যা শোভা পাচ্ছে জার্মানের রাজপথগুলোতে।

সাম্প্রতিক জরিপে দেখা যাচ্ছে, ২৪ সেপ্টেম্বরের নির্বাচনে চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের রক্ষণশীল সিডিইউ দল প্রতিদ্বন্দ্বী সামাজিক গণতন্ত্রী ও তাদের মুখ্য প্রার্থী মার্টিন শুলৎসের চেয়ে প্রায় ১৫ শতাংশ বেশি ভোট পেতে চলেছে৷

নির্বাচনের কয়েক সপ্তাহ আগের জরিপে দেখা যাচ্ছে, সিডিইউ দল পাবে ৩৯ শতাংশ ভোট, এসপিডি সে তুলনায় বেশ কম, মাত্র ২৪ শতাংশ৷ অথচ এসপিডি দলের চ্যান্সেলর পদপ্রার্থী শুলৎস এখন একটির পর একটি বিবৃতি দিয়ে চলেছেন, জার্মানিজুড়ে জনসভা করছেন৷ কিন্তু শুলৎস ও তাঁর এসপিডি যাই করুন না কেন, ফলং নাস্তি৷ ম্যার্কেল ও তাঁর সিডিইউ দল পূর্বাপর এগিয়ে৷

সাংবাদিকরা বলছেন, নির্বাচনের ইতিমধ্যেই নিষ্পত্তি হয়ে গেছে৷ সাট্টাওয়ালারা এখন ম্যার্কেলের জেতার ওপর এক ইউরোতে এক ইউরো আট সেন্ট রেট দিচ্ছে৷ তবে বড় ধরনের কোনো অঘটন না ঘটলে একথা অনেকটাই নিশ্চিন্তে বলা যায় বর্তমান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের রক্ষণশীল সিডিইউ দল আবার ক্ষমতায় আসছে।

(ঢাকাটাইমস/২৯আগস্ট/কেকে/জেবি)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :