কিশোরগঞ্জে স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসি

কিশোরগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইম
 | প্রকাশিত : ২৯ আগস্ট ২০১৭, ১৭:১৮

কিশোরগঞ্জে স্ত্রী হত্যার দায়ে রমজান আলী (২৮) নামে এক ব্যক্তির ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. শাহজাহান কবীর এ রায় দেন।

তবে মামলার আসামি রমজানের উকিল শ্বশুর জয়নাল ও জয়নালের স্ত্রী ইয়াসমিনকে খালাস দিয়েছেন বিচারক।

বিবরণে জানা যায়, ভৈরবের শম্ভুপুরের হোসেন আলীর মেয়ে পারভীন আক্তারকে বিয়ে করেন ব্রাহ্মণড়িয়ার রমজান আলী।

বিয়ের ৬ মাস পর ২০১৩ সালের ২৫শে অক্টোবর স্বামী রমজান আলী স্ত্রীকে নিয়ে উকিল শ্বশুর জয়নালের মধ্যের চরের বাড়িতে বেড়াতে নিয়ে যান। ২৮শে অক্টোবার রাত ৮টার দিকে স্বামী রমজান স্ত্রী পারভীনকে সেখানকার পার্শ্ববর্তী বন্দে নিয়ে গিয়ে মাথায় ইট দিয়ে আঘাত করে হত্যা করে গুম করে রাখেন। খবর পেয়ে ভৈরব থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। নিহত পারভীনের বাবা হোসেন আলী বাদী হয়ে স্বামী রমজান, উকিল শ্বশুর জয়নাল ও জয়নালের স্ত্রী ইয়াসমিনকে আসামি করে ভৈরব থানায় একটি মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা মফিজুল ইসলাম ২০১৪ সালের ১৫ই মে আদালতে চার্জশিট দাখিল করেন। দীর্ঘ সাক্ষ্য গ্রহণ শেষে আজ মঙ্গলবার আদালত এ রায় দেন।

(ঢাকাটাইমস/২৯আগস্ট/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :