জেএমবির সারোয়ার-তামীম গ্রুপের এক সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ আগস্ট ২০১৭, ১৯:০২

ঢাকার আবদুল্লাহপুর এলাকা থেকে জেএমবির সারোয়ার-তামীম গ্রুপের একজন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম মো. ইয়াকুব হোসেন (৩৫)।

গতকাল সোমবার দুপুর আড়াই থেকে সন্ধ্যা পৌনে আটটা পর্যন্ত অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার সন্ধ্যায় র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, র‌্যাব-১১ ইতিপূর্বে দায়ের হওয়া মামলার পলাতক আসামিদের গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-১১ এর একটি দল দুপুর আড়াই থেকে সন্ধ্যা পৌনে আটটা পর্যন্ত ঢাকার আবদুল্লাহপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় আবদুল্লাহপুর বাসস্টান্ড সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয় ফতুল্লাহ থানায় গত ২৯ জুলাই করা ১০৫ নম্বর মামলার এজাহারনামীয় পলাতক আসামি ইয়াকুব হোসেনকে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মো. ইয়াকুব হোসেন আবদুল্লাহপুরে ২০০৮ সাল থেকে নিজের প্রতিষ্ঠানে গাড়ির ইঞ্জিন মেরামতের কাজ করছিলেন। জেএমবির সামরিক শাখার সদস্য হামদানের হাত ধরে ২০১৪ সালে জঙ্গিবাদে যুক্ত হন তিনি। পরে ২০১৫ সালের শেষ দিকে জেএমবির সারোয়ার-তামীম গ্রুপে যোগ দেন। তিনি আবদুল্লাহপুর এলাকায় জেএমবির দাওয়াতি কাজ করছিলেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।

(ঢাকাটাইমস/২৯আগস্ট/এএ/মোআ)

সংবাদটি শেয়ার করুন

অপরাধ ও দুর্নীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অপরাধ ও দুর্নীতি এর সর্বশেষ

পল্লবীতে পাভেল হত্যা: নেপথ্যে মাদক ব্যবসা, গ্রেপ্তার ৮

মাদক-ইয়াবা কারবারে বদির দুই ভাইয়ের সংশ্লিষ্টতা পেয়েছে সিআইডি

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের হটলাইন থেকে গ্রাহককে ফোন, অ্যাকাউন্টের টাকা হাওয়া

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৮, মামলা ৬

ট্রেনের টিকিট কালোবাজারি গ্রেপ্তার 

এটিএম বুথের প্রহরী হত্যা: টাকা লুটের উদ্দেশ্যে নাকি ব্যক্তিগত কারণ? কী বলছে পুলিশ?

রাজধানীতে এটিএম বুথের নিরাপত্তাকর্মীকে কুপিয়ে হত্যা

কেএনএফকে সহযোগিতা, বান্দরবান থেকে একজন গ্রেপ্তার

ছেলেকে বাঁচাতে গিয়ে কিশোর গ্যাংয়ের হামলার শিকার সেই চিকিৎসকের মৃত্যু

রাষ্ট্রপতির আত্মীয় পরিচয়ে প্রতারণা, নিঃস্ব বহু ট্রাভেল ব্যবসায়ী

এই বিভাগের সব খবর

শিরোনাম :