মানিকগঞ্জে এফবিসিসিআইয়ের ত্রাণ বিতরণ

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৯ আগস্ট ২০১৭, ২২:৩৮ | প্রকাশিত : ২৯ আগস্ট ২০১৭, ২০:১৬

মানিকগঞ্জের শিবালয় উপজেলার বন্যা-দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই)।

মঙ্গলবার দুপরে শিবালয় উপজেলার মহাদেবপুর ইউনিয়ন কলেজ প্রাঙ্গণে ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি শফিউল ইসলাম মহীউদ্দিন, সহ-সভাপতি মুনতাকিম আশরাফ, পরিচালক তাবারাকুল তোসাদ্দেক খান টিটু, পরিচালক ও অভিনয় শিল্পী শমী কায়সার, ঘাতক দালাল নির্মুল কমিটির জেলা শাখার সভাপতি দীপক কুমার ঘোষ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল কুদ্দুস ও শিবালয় উপজেলা যুবলীগের আহবায়ক এ.কে.এম.মিরাজ হোসেন (লালন ফকির) প্রমুখ।

ত্রাণ বিতরণের আগে সংক্ষিপ্ত বক্তব্য এফবিসিসিআই সভাপতি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এফবিসিসিআইয়ের পক্ষে সংগঠনের সব পরিচালকদের নিজস্ব অর্থায়নে আমরা শিবালয় উপজেলার প্রায় এক হাজার বন্যা দুর্গত পরিবারের মাঝে পাঁচ কেজি চাল, এক কেজি ডাল, এক কেজি চিড়া, এক কেজি গুড়, দেড় কেজি আলু ও এক লিটার সয়াবিন তেল বিতরণ করতে এসেছি। তিনি বলেন, শুধু মানিকগঞ্জে নয় বাংলাদেশের বিভিন্ন জেলায় যেখানে বন্যা, সিডর, আইলা ও খরাসহ যেকোনো ধরনের দুর্যোগ হলে এফবিসিসিআই ক্ষতিগ্রস্ত মানুষের পাশে গিয়ে দাঁড়ানোর চেষ্টা করে। এবারও বন্যাকবলিত বিভিন্ন এলাকায় সংগঠনের পক্ষ থেকে দুস্থ মানুষকে সহায়তা করা হয়েছে।

শফিউল ইসলাম আরও বলেন, বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ক্ষুধা, দারিদ্র্যমুক্ত দেশ গড়তে যে স্বপ্ন দেখতেন আমরা যেন সেই স্বপ্ন বাস্তবায়নে কাজ করতে পারি, এটাই আমাদের একমাত্র প্রত্যাশা।

(ঢাকাটাইমস/২৯আগস্ট/প্রতিনিধি/জেআর/জেডএ)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :