আরব সাগরে বাংলার মুখ

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩০ আগস্ট ২০১৭, ১৫:৩৫

ওমানে আরব সাগরে ছোট ছোট ট্রলার নিয়ে মাছ ধরেন প্রবাসী অনেক বাংলাদেশি। তাদের এ মাছ ধরার সফরসঙ্গী হয়েছিলেন সাইক্লিস্ট আবুল হোসেন আসাদ। আর এ মাছ ধরার দৃশ্য নিয়েই একটি প্রমাণ্যচিত্র নির্মাণ করা হয়েছ।

ঈদুল আজহার দিন রাত ১টা ৩৫ মিনিটে এ প্রামাণ্যচিত্র দেখানো হবে এটিএন বাংলায়। ‘প্রবাসে বাংলার মুখ’ নামের এ অনুষ্ঠানে মাছ ধরার দৃশ্য ছাড়াও থাকছে ওমানের প্রবাসী বাংলাদেশীদের জীবন-যাপনের নানা গল্প।

অনুষ্ঠানটির গ্রন্থনা ও পরিকল্পনা করেছেন গালিব হাসান। পরিচালনা করছেন এমারত হোসেন। উপস্থাপনায় থাকছেন শান্তা জাহান।

উল্লেখ্য, সাইকেলে বিশ্বের নানা দেশ ঘুরে বেড়ান আবুল হোসেন আসাদ। বিদেশবিভূঁইয়ে বাংলাদেশিদের যাপিত জীবনের সুখ-দুঃখ, হাসিকান্না ও সাফল্যগাঁথার গল্প ও তথ্য চিত্র তুলে আনেন তিনি।

ঢাকাটাইমস/৩০আগস্ট/টিএমএইচ

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :