এবার কোন হুমকি নেই: আইজিপি

গাজীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩০ আগস্ট ২০১৭, ১৮:০২

মহাসড়ক অমসৃন থাকায় যানবাহনের ধীরগতি রয়েছে, তবে কোন ধরনের যানজট নেই বলে দাবি করেছেন পুলিশের মহাপরিদর্শক একেএম শহীদুল হক। তিনি বুধবার দুপুরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় এলাকায় পুলিশ কন্ট্রোল রুম উদ্বোধনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

শহীদুল হক বলেন, মহাসড়ক অমসৃন থাকায় যানবাহনের ধীরগতি রয়েছে, তবে বড় ধরনের কোন সমস্যা নেই, যানজট নেই। ঘণ্টার পর ঘন্টা মানুষ রাস্তায় থাকবে এ ধরনের পরিস্থিতি তৈরি হয়নি। আমরা সম্মিলিতভাবে কাজ করে যাচ্ছি।

এসময় পুলিশ মহাপরিদর্শকের সাথে ডিআইজি শফিকুল ইসলাম, ডিআইজি (হাইওয়ে) আতিকুল ইসলাম, অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আলী, গাজীপুর পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ।

পুলিশ মহাপরিদর্শক বলেন, ঈদে আমাদের কোন হুমকি নেই, তবে সব ধরনের হুমকি মাথায় রেখে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি।

মহাসড়কের বাসের ছাদে ও ট্রাকে যাত্রী পরিবহনে পুলিশের উদ্যোগ নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি যাত্রীদের নিজেদের নিরাপত্তার স্বার্থে ছাদে পরিবহন না করার আহবান জানান তিনি।

পুলিশ মহাপরিদর্শক বলেন, বাসে ও ট্রাকে যাত্রী পরিবহন করলে পুলিশ তাদের নামিয়ে দিচ্ছে।

(ঢাকাটাইমস/৩০আগস্ট/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :