৪০ শতক জমির শিম কেটে নিল দুর্বৃত্তরা

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩০ আগস্ট ২০১৭, ১৯:১৫

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার তিল্লা গ্রামে মনোরঞ্জন মন্ডল মনো নামে এক কৃষকের ৪০ শতক জমির ধরন্ত শিম গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার গভীর রাতে কে বা কারা এ কাজ করেছে। এ ঘটনায় ওই কৃষকের প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

খবর পেয়ে ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজীম আনার ক্ষতিগ্রস্ত কৃষকের জমি পরিদর্শন করে তাকে সমবেদনা জানান।

কৃষক মনোরঞ্জন মন্ডলের ছেলে বাপ্পি মন্ডল জানান, গ্রামের মাঠে তাদের প্রায় ৪০ শতক জমি ১২ হাজার টাকায় লিজ নিয়ে শিম চাষ করেছেন। ইতোমধ্যে শিম গাছে ফুল ও ফল আসতে শুরু করেছে। মঙ্গলবার গভীর রাতে কে বা কারা তাদের ক্ষেতের শিম গাছের গোড়া থেকে কেটে দিয়েছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান খাঁন জানান, এ ঘটনায় এখনও থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

(ঢাকাটাইমস/৩০আগস্ট/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :