‘বিদেশ থেকেও বানভাসিদের খবর রাখছেন খালেদা’

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩০ আগস্ট ২০১৭, ১৯:৫৭

মানিকগঞ্জের শিবালয় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার শিবালয় দলীয় কার্যালয়ের সামনে ত্রাণ কর্মসূচি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এস.এ জিন্নাহ কবির।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট মোকছেদুর রহমান, সহ-সভাপতি আব্দুল বাতেন, যুগ্ম সম্পাদক ও দৌলতপুর উপজেলা চেয়ারম্যান তোজাম্মেল হক তোজা, শিবালয় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা সহ-সাংগঠনিক সম্পাদক সত্যেন কান্ত পন্ডিত ভজন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রায়হান উদ্দীন টুকু, জেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী মুসতাক হোসেন দিপু, শিবালয় উপজেলা বিএনপির সভাপতি রহমত বেপারী লাবলু, সাটুরিয়া উপজেলা চেয়ারম্যান ও সাটুরিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বশির উদ্দীন ঠান্ডু, মানিকগঞ্জ পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দীন যাদু, ঘিওর উপজেলা বিএনপির সভাপতি আহম্মদ হোসেন খান রাসেল, সাধারণ সম্পাদক মানিকুজ্জান মানিক, জেলা যুবদলের সাবেক প্রচার সম্পাদক রিয়াজ মাহম্মুদ হারেজ ও জেলা যুবদলের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক মাসুদুর রহমানসহ উপজেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ত্রাণ বিতরণের আগে কেন্দ্রীয় বিএনপির নেতা জিন্নাহ বলেন, আজকে শিবালয় উপজেলার ছয়টি ইউনিয়নের ছয় শতাধিক বানভাসি মানুষদের পাঁচ কেজি চাল ও কেজি ডাল দেয়া হচ্ছে। প্রয়োজনে আরও দেয়া হবে।

জিন্নাহ বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য বিদেশে রয়েছেন। খুব শিগগির চিকিৎসা শেষ করে দেশে ফিরে আসবেন।বেগম খালেদা জিয়া দেশে না থাকলে দলীয় নেতাকর্মীদের মাধ্যমে বিদেশ থেকে বানভাসি মানুষদের খোঁজ রাখছেন।

(ঢাকাটাইমস/৩০আগস্ট/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :