শেষ দুই দিনের অপেক্ষায় গরু বিক্রেতারা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩০ আগস্ট ২০১৭, ২১:৪৮

কোরবানির ঈদের আর মাত্র দুই দিন বাকি থাকলেও এখনো হাটে তেমন ক্রেতা সমাগম হচ্ছে না বলে জানিয়েছেন বিক্রেতারা। তবে বৃহস্পতি ও শুক্রবার হাটে ক্রেতার সমাগম হবে বলে আশা করছেন তারা। এই দুই দিনই মূল বিক্রি হবে।

বুধবার বিকালে আফতাবনগর গরুর হাটে ঘুরে দেখা যায়, গরু অনেক থাকলেও ক্রেতা কম। বিক্রেতাদের সঙ্গে কথা বললে তারা জানান, এবারের কোরবানির ঈদ হবে সপ্তাহের শুরুর দিন। ছুটির দিন না পাওয়ায় হাটে তেমন ক্রেতা আসছেন না। সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার দুপুরের পর থেকেই মূলত ক্রেতারা আসতে শুরু করবেন। সেসময় বিক্রি জমে উঠবে বলে আশা করছেন তারা।

কুষ্টিয়া থেকে আসা গরু বিক্রেতা মনির ঢাকাটাইমসকে বলেন, ‘গত পাঁচ বছর ধরে এ হাটে নিয়মিত আসছি। তখন ঈদের চার পাঁচ দিন আগে থেকে অনেক ক্রেতা দেখা যেত। কিন্তু এবার এখনো ক্রেতা তেমন দেখা যাচ্ছে না। কাল এবং পরশু বাজারের ক্রেতাদের আসল চাপ লক্ষ্য করা যাবে।’

মনির কুষ্টিয়া থেকে দশটি গরু নিয়ে এসেছেন। এখন পর্যন্ত তিনটি গরু বিক্রি করেছেন। দামও ভালো পেয়েছেন বলে জানান। তিনি বলেন, ‘তিন মাস আগে ১৬ হাজার টাকা মণ হিসাব করে গরু কেনা হয়েছে। গ্রামের বাড়িতে গরু ভালো দাম হয়েছে। ঢাকায় দাম কম।’

আফতাবনগর গরুর হাটের মূল সড়কের মাঝামাঝিতে ১৫টি গরু তুলেছেন বগুড়ার খামারি চঞ্চল। গরুর আকার অনুসারে প্রতিটি গরুর দাম হাঁকছেন ছয় থেকে ১২ লাখ টাকা পর্যন্ত। এর মধ্যে তিনটা গরুর দাম একজন ক্রেতার কাছে হাঁকলেন ২৪ লাখ টাকা। কিন্তু ক্রেতা তিনটা গরুর দাম বললেন আট লাখ টাকা। বিক্রেতার দাম পছন্দ না হওয়ায় তিনি কথা আর বাড়াননি।

পরে তিনি ঢাকাটাইমসকে বলেন, ‘ক্রেতারা গোশত হিসাব করেও দাম বলে না। আমার গরু বেচার জন্য কোনোবার ঢাকায় আসতে হয় না। এবারই প্রথম। গতবার ১৫ হাজার টাকা মণ ছিল গরুর গোশত। এবার ২০ হাজার টাকা। সাত হাজার টাকা মণপ্রতি বৃদ্ধি পেলেও দাম আগেরবারের চেয়ে কম বলে।’

রাজধানীর ইস্কাটন থেকে গরু কিনতে আসা সাদিকুর রহমান ঢাকাটাইমসকে বলেন, ‘বিক্রেতাদের বিক্রির আগ্রহ কম। দাম গত বছরের তুলনায় এবার অনেক বেশি চাইছেন তারা। উপযুক্ত দাম বলার পরও তারা বিক্রি করতে চাইছেন না। আজ না কিনতে পারলে কাল আবারতো আসতে হবে।’

অন্যদিকে আজও কিছু ক্রেতাদের নিজেদের পছন্দের গরু নিয়েছেন। এমন একজন হলেন রাজধানীর গুলশানের বাসিন্দা শাহীন। তিনি বলেন, ‘গত দুই দিন বাজারে এসেছি। আজ পছন্দ হয়েছে কিনে নিলাম।’ তিনি দুই লাখ ৭০ হাজার টাকা দিয়ে গরুটি কিনেছেন। তিনি বলেন, ‘বিক্রেতারা চাওয়ার জন্য বেশি চাইছেন। তবে দাম মনে হয় ঠিকই আছে।’

আফতাবনগর গরুর হাটের হাসিল আদায়কারী কয়েকজন বলেন, এ সপ্তাহের মধ্যে আজই মোটামুটি অনেক গরু বিক্রি হয়েছে। অনেকেই ছুটি পাননি, কাল অফিস শেষ করে তাঁরা বাজারে আসবেন। তখনই ক্রেতাদের আসল চাপ পড়বে বাজারে।

(ঢাকাটাইমস/৩০আগস্ট/টিএ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :