ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাড়ির বাড়তি চাপ

গাজীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ৩১ আগস্ট ২০১৭, ০৯:৩১ | প্রকাশিত : ৩১ আগস্ট ২০১৭, ০৮:৩৪

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের চন্দ্রা ত্রিমোড় এলাকা দিয়ে স্বাভাবিক গতিতে যানবাহন চলাচল করছে। তবে যানবাহনের চাপ ও যাত্রীদের ভিড় রয়েছে। ঘরমুখো মানুষের ঈদযাত্রায় যানজটে তেমন ভোগান্তি না হলেও গাড়ি সংকট রয়েছে। গাড়ি প্রতুল ও ভাড়া কম থাকায় অনেক যাত্রী বাসের ছাদে ও ট্রাকে চড়ে গন্তব্যে যাচ্ছেন।

হাইওয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার সকাল থেকেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড়, কোনাবাড়ি, সফিপুরসহ যানজট প্রবণ এলাকাগুলো দিয়ে স্বাভাবিক গতিতে যানবাহন চলাচল করছে। তবে টাঙ্গাইলসহ উত্তরবঙ্গগামী যানবাহনের বাড়তি চাপ রয়েছে। মহাসড়কের প্রশস্তকরণ কাজ বন্ধ ও আবহাওয়া অনূকল থাকায় এ মহাসড়কে তেমন যানজট নেই।

একই অবস্থা ঢাকা ময়মনসিংহ মহাসড়কেও। তবে বেলা বাড়ার সাথে সাথে ঘরমুখো মানুষের চাপ ও যানবাহনের চাপ আরও বাড়বে বলে মনে করছে পরিবহন সংশ্লিষ্টরা।

এদিকে, যানবাহনের সংকট থাকায় চন্দ্রা ত্রিমোড়ে যাত্রীদের জটলা রয়েছে। অনেকে কম ভাড়ায় জীবনের ঝুঁকি নিয়ে বাসের ছাদে ও ট্রাকে করে গন্তব্যে যাচ্ছেন।

(ঢাকাটাইমস/৩১আগস্ট/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :