ভারতীয় ‘ধর্মগুরু’দের সম্পদের পরিমাণ

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩১ আগস্ট ২০১৭, ১২:৫০

ভারতীয় বাবাদের সম্পত্তির পরিমাণ শুনলে চমকে উঠবেন! দেশটির শীর্ষস্থানীয় গণমাধ্যম আনন্দবাজারে প্রকাশিত এক প্রতিবেদন হুবহু তুলে ধরা হলো-

. বাবা রামদেব : ভারতের পতঞ্জলি ব্র্যান্ড, পতঞ্জলি যোগপীঠ এবং দিব্যা যোগী মন্দিরের প্রতিষ্ঠাতা বাবা রামদেবের সম্পত্তির পরিমাণ প্রায় ১১ হাজার কোটি রুপি।

. মা অমৃতানন্দময়ী : ভারতসহ বিভিন্ন দেশে প্রায় তিন কোটি ভক্ত রয়েছে মাতা অমৃতানন্দময়ীর। তার সম্পত্তির পরিমাণ প্রায় দেড় হাজার কোটি রুপি। নিজের নামে স্কুল, কলেজ, টিভি চ্যানেলও রয়েছে তার।

. শ্রী শ্রী রবিশঙ্কর : আর্ট অব লিভিং ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী রবিশঙ্করের বাৎসরিক আয় প্রায় হাজার কোটি। বিশ্বের ১৫১টি দেশে প্রায় তিন কোটি সদস্য রয়েছে আর্ট অব লিভিং ফাউন্ডেশনের।

. শ্রী আশারাম বাপু : আলোচিত এবং বিতর্কিত ধর্মগুরুদের মধ্যে অন্যতম আশারাম বাপু। এই মুহূর্তে ধর্ষণ মামলায় অভিযুক্ত হয়ে জেলে রয়েছেন তিনি। সারা ভারতে বাপুর ৩৫০টি আশ্রম রয়েছে। রয়েছে ১৭ হাজার বাল শঙ্কর কেন্দ্রও। এই মুহূর্তে তার বাৎসরিক আয় প্রায় ৩৫০ কোটি রুপি।

. গুরমিত রাম রহিম সিং : সম্প্রতি দুইটি ধর্ষণ মামলায় অভিযুক্ত হয়ে ২০ বছর জেলের সাজা পেয়েছেন বাবা রাম রহিম। ডেরা সাচ্চা সৌদার কর্ণধার রাম রহিমের সম্পত্তির পরিমাণ প্রায় এক হাজার কোটি রুপি। তার ডেরাতে রয়েছে ৭০০ একর চাষযোগ্য জমি, স্কুল, কলেজ, মাল্টিপ্লেক্স, রেস্তোরাঁ, রির্সোট, শপিংমল, হাসপাতাল এমনকী পেট্রোল পাম্পও। ভারতসহ বিদেশে ২৫০টি আশ্রম রয়েছে রাম রহিমের।

(ঢাকাটাইমস/৩১আগস্ট/জেএস)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :