‘জঙ্গিবাদ নির্মূলে পুলিশ তৎপর’

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩১ আগস্ট ২০১৭, ১৮:২৩

পবিত্র ঈদুল আজহা ঘিরে মহাসড়কে পশুবাহী ট্রাকগুলোতে চাঁদাবাজির কোনো অভিযোগ নেই দাবি করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহিদুল হক। তিনি বলেছেন, সড়ক মহাসড়কের কোথাও পশুর ট্রাক দাঁড় করিয়ে হয়রানি করা হয়নি। এছাড়া দেশের মানুষ নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্যদিয়ে ঈদ উদযাপন করতে পারবে।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা দাউদকান্দির মেঘনা-গোমতী সেতুর টোলপ্লাজা পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আইজিপি এসব কথা বলেন।

জঙ্গিবাদ প্রসঙ্গে আইজিপি বলেন, দেশে জঙ্গি নির্মূল অভিযান অব্যাহত রয়েছে। জঙ্গিদের খুঁজে বের করতে পুলিশ সবসময় তৎপর রয়েছে। জনগণ হলো পুলিশের চোখ। তাই জনগণকে এ ব্যাপারে এগিয়ে আসতে হবে।

পরিদর্শনের সময় পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি এস.এম মনিরুজ্জামান, ঢাকা রেঞ্জের ডিআইজি মো. সফিকুল ইসলাম, হাইওয়ে পুলিশের ডিআইজি মো. আতিকুল ইসলাম, কুমিল্লা পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন, হাইওয়ে কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার পরিতোষ ঘোষ, কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুনসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/৩১আগস্ট/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :