ভৈরবে গোডাউনে আগুন

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩১ আগস্ট ২০১৭, ১৮:৫৮

কিশোরগঞ্জের ভৈরব পৌর শহরের কমলপুর এলাকায় ভোর সাড়ে পাঁচটায় একটি পাদুকা তৈরির মেটারিয়্যালের গোডাউনে আগুন লাগে। প্রায় ৬০ লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যায়।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের প্রায় দু ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময়ে গোডাউনের সব মালামাল পুরে ছাই হয়ে যায় এবং আগুন নেভাতে গিয়ে দুজন এলাকাবাসী আহত হয় তাদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়। আগুনে প্রায় ৬০ লাখ টাকার মালামাল ছাই হয়েছে বলে দাবি গোডাউন মালিকের।

ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত।

ফায়ার সার্ভিস ও এলাকাবাসী জানায়, সকাল আনুমানিক সাড়ে পাঁচটায় শহরের কমলপুর মুসলিমের মোড় এলাকায় মামুন মিয়ার ভৈরব ট্রেডার্সের পাদুকা তৈরির মেটারিয়্যালের গোডাউনে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ৬টার দিকে ভৈরব নদী ফায়ার স্টেশন ও বাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। দুঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

(ঢাকাটাইমস/৩১আগস্ট/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :