নন্দীগ্রামে আলোকিত হলো ১৯৪ পরিবার

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩১ আগস্ট ২০১৭, ১৯:১৪

বিদ্যুতের আলোয় আলোকিত হলো বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ১৯৪টি পরিবার।

উপজেলার ভাটরা ইউনিয়নের খরনা, দোপুকুরিয়া, আচলতা ও পাইকড় কুড়ি গ্রামে ৩৮ লাখ ৪১ হাজার টাকা ব্যয়ে ১৯৪টি পরিবারের মাঝে এ বিদ্যুতায়নের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য এ কে এম রেজাউল করিম তানসেন।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় উপজেলার ভাটরা ইউনিয়নের খরনা গ্রামে নন্দীগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক মাহাফুজার রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন- সংসদ সদস্য এ কে এম রেজাউল করিম তানসেন।

অন্যানদের মধ্য বক্তব্য রাখেন- উপজেলা জাসদের সভাপতি কামরুজ্জামান কামরুল, পল্লী বিদ্যুতের এজিএম রেজাউল করিম, জুনিয়র ইঞ্জিনিয়ার ওয়ালিউল ইসলাম।

(ঢাকাটাইমস/৩১আগস্ট/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :