পিডিবির অবহেলায় প্রাণ গেল শিশুর

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩১ আগস্ট ২০১৭, ২০:২০

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভায় বিদ্যুৎস্পৃষ্টে মো. মুহিত (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) কোম্পানীগঞ্জ উপজেলা অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের অবহেলাকে দায়ী করছেন স্থানীয়রা।

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে ৩নং ওয়ার্ড করালিয়া ইব্রাহিম মৌলভী বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত মো. মুহিত ওই বাড়ির নূর আলমের ছেলে। সে বসুরহাট আশরাফুল উলুম মাদ্রাসার চতুর্থ শ্রেণির ছাত্র।

স্থানীয়রা জানায়, গত তিন দিন আগে ইব্রাহিম মৌলভী বাড়ির পকুরের পাশের একটি গাছ পুকুরের ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারের ওপর পড়ে। এতে বিদ্যুতের তার ছিঁড়ে পুকুরের মধ্যে পড়ে যায়। পরে এ বিষয়টি তারা পিডিবি কোম্পানীগঞ্জ অফিসে অবগত করে। কিন্তু এ ব্যাপারে কর্তৃপক্ষ কোন ব্যবস্থা গ্রহণ করেনি বলে অভিযোগ করেন স্থানীয়রা।

বৃহস্পতিবার দুপুরে ওই পুকুরের মধ্যে গোসল করতে নামলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পুকুরে পানিতেই মুহিতের মৃত্যু হয়।

এ ব্যাপারে পিডিবি কোম্পানীগঞ্জ অফিসের প্রকৌশলী আব্দুল হাকিম জানান, দুর্ঘটনার পর ওই এলাকা থেকে আমাদের লাইন পড়ার বিষয়টি অবগত করা হয়। কিন্তু এরআগে লাইল পড়ে যাওয়ার ব্যাপারে কেউ আমাদের জানায়নি।

(ঢাকাটাইমস/৩১আগস্ট/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :