বন্যার্তদের মধ্যে জাপার ঈদসামগ্রী বিতরণ

ব্যুরো প্রধান, রংপুর
 | প্রকাশিত : ৩১ আগস্ট ২০১৭, ২১:১৫

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বন্যাকবলিত অসহায় মানুষ যাতে ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয়, সে জন্য তাদের পাশে দাঁড়িয়েছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, রংপুর স্বদেশ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও গবিন্দগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আহবায়ক অধ্যক্ষ কাজী মো. মশিউর রহমান।

তিনি গত তিনদিনে প্রায় সাড়ে ৫ হাজার বন্যাকবলিত মানুষদের এই ঈদ সামগ্রী বিতরণ করেন।

গোবিন্দগঞ্জের ফাসিতলা, শিবপুর, রায়ের বাজার, দুর্গাপুর, কামারদহ, নাকাইহাট, দরবস্ত, রাখাল বুরুজ কোচা শহর, মহিমাগঞ্জ, রাজাহার, সাপমারা এলাকায় গিয়ে তিনি তাদের মাঝে খাদ্যসামগ্রী এবং ঈদের সামগ্রী বিতরণ করেন তিনি।

এ সময় তিনি বলেন, এবারের বন্যায় মানুষের অনেক ক্ষতি হয়েছে। অনেকইে ক্ষতি পুষিয়ে নিতে পারবেন না। আমি সব সময় আপনাদের পাশে ছিলাম, এখনো আছি আগামী দিনেও থাকব।

তিনি বলেন, মনোবল হারাবেন না। আপনাদের ঘুরে দাঁড়াতে হবে। আপনাদের ঘুরে দাঁড়ানোর জন্য আমি আপনাদের পাশে থাকব।

তিনি বলেন, আমি আমার প্রিয় মানুষ, প্রিয় ব্যক্তি গ্রাম বাংলার অভিভাবক সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহাম্মদ এরশাদের নির্দেশই এসব দিচ্ছি। আমি মনে করি, সমাজের বিত্তবান এবং সরকার এগিয়ে আসলেই আপনার কষ্ট থাকবে না। আপনারা ঈদভালো ভাবেই করতে পারবেন।

অধ্যক্ষ কাজী মশিউর রহমান সরকারসহ সমাজের বিত্তবানদের বানভাসি মানুষদের পাশে দাঁড়ানোর অনুরোধ করেন।

(ঢাকাটাইমস/৩১আগস্ট/আরআই/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :