দুই বিশিষ্ট সাংবাদিকের বিদায়

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ সেপ্টেম্বর ২০১৭, ০৮:২০

কাছাকাছি সময়ে চলে গেলেন দেশের বিশিষ্ট দুই সাংবাদিক। তারা হলেন সাংবাদিক ও কলামিস্ট কাজী সিরাজ এবং সঞ্জীব চৌধুরী। দুইজনই বিএনপিপন্থী সাংবাদিক হিসেবে পরিচিত ছিলেন। বৃহস্পতিবার রাতে কাছাকাছি সময়ে দুইজনই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

বৃহস্পতিবার রাত ৯টার দিকে রাজধানীর বনশ্রীর নিজ বাসায় ইন্তেকাল করেন কাজী সিরাজ। তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে গেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, রাতে হঠাৎ অসুস্থ হয়ে বাথরুমে পড়ে যান কাজী সিরাজ। পরে তাকে বনশ্রীর ফরাজী হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে তার জানাজা হবে। পরে তার মরদেহ কুমিল্লায় গ্রামের বাড়িতে নিয়ে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

কাজী সিরাজ বিএনপির মুখপাত্র দৈনিক দিনকালের ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন দীর্ঘদিন। তিনি বিভিন্ন জাতীয় দৈনিকে রাজনৈতিক নিবন্ধ লিখতেন। টেলিভিশন টকশোতেও নিয়মিত অংশ নিতেন।

অন্যদিকে সাংবাদিক সঞ্জীব চৌধুরী বৃহস্পতিবার সন্ধ্যার পর হৃদরোগে আক্রান্ত হন। পরে তাকে রাজধানীর গেন্ডারিয়ার আজগর আলী হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসকরা জানিয়েছেন, মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে। তার বয়স হয়েছিল ৬৮ বছর।

শ্রদ্ধা জানাতে সঞ্জীব চৌধুরীর মরদেহ শুক্রবার সকাল ১০টায় প্রথমে জাতীয় প্রেসক্লাবে পরে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নেয়া হবে।

সঞ্জীব চৌধুরী সর্বশেষ ইংরেজি দৈনিক নিউ নেশন পত্রিকার সম্পাদকীয় বিভাগে কর্মরত ছিলেন। এর আগে আমার দেশ-এর বার্তা সম্পাদকের দায়িত্ব পালন করেন। তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ছিলেন।

বিশিষ্ট দুই সাংবাদিকের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

(ঢাকাটাইমস/০১সেপ্টেম্বর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

গণমাধ্যম বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

গণমাধ্যম এর সর্বশেষ

আরআরএফের সভাপতি মিজান, সম্পাদক নিশাত ও দপ্তর সম্পাদক মেহেদী

সাংবাদিক নেতা রমিজ খানের ইন্তেকাল, বিএফইউজের শোক

ঈদের ছুটি না পাওয়া গণমাধ্যমকর্মীদের যথাযথ সুযোগ-সুবিধা প্রদানের দাবি বিএফইউজের

প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য

নড়াইল জেলা সাংবাদিক ইউনিটি-ঢাকার নতুন কমিটি গঠন

সাংবাদিক মিনার মাহমুদের ১২তম মৃত্যুবার্ষিকী আজ

সাংবাদিক সাব্বিরের ওপর নৃশংস হামলায় ঢাকাস্থ গাজীপুর সাংবাদিক ফোরামের নিন্দা

বাংলানিউজকর্মী মিথুনের ক্যানসার চিকিৎসায় এগিয়ে এলো বসুন্ধরা ফাউন্ডেশন

আজ ভোরের পাতা সম্পাদকের পিতার চতুর্থ মৃত্যুবার্ষিকী

সাংবাদিক মোহসিন কবিরকে মারধরের ঘটনায় ডিআরইউর প্রতিবাদ

এই বিভাগের সব খবর

শিরোনাম :