রাজনীতি মানে জনসেবা, এটা পেশা না: দোলন

প্রকাশ | ০১ সেপ্টেম্বর ২০১৭, ০৮:৫৪

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
ফাইল ছবি

কাঞ্চন মুন্সি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এবং ঢাকাটাইমস ও সাপ্তাহিক এই সময় সম্পাদক আরিফুর রহমান দোলন বলেছেন, ‘আমার পেশা সাংবাদিকতা, ব্যবসা-বাণিজ্য। পাশাপাশি আমি রাজনীতির সাথেও জড়িত। আমি মনে করি, রাজনীতি মানে জনসেবা, এটা পেশা না। এটা পেশা হতে পারে না।’

বৃহস্পতিবার রাতে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের কুচিয়াগ্রাম বটতলা বাজারে আওয়ামী লীগ কার্যালয়ে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

আরিফুর রহমান দোলন বলেন, ‘রাজনীতিকে যারা পেশা মনে করে তারা জনগণের অর্থ লুটপাট করে, দুর্নীতি করে নিজেদের পকেট ভারী করে। আমি এসব করতে চাই না। কারণ, এই সমাজে চলার জন্য প্রয়োজনীয় যা যা দরকার আল্লাহ আমাকে তা পরিমাণমত দিয়েছেন। এর বেশি আমার কোনো প্রয়োজন নেই। আমি মানুষের সেবা করার জন্য রাজনীতিতে নাম লিখিয়েছি। আমি আজীবন মানুষের সেবা করতে চাই আর জনসেবা করেই মৃত্যুবরণ করতে চাই।’

সাবেক প্রধান শিক্ষক আবদুল মান্নানের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন, ফরিদপুর জেলা পরিষদ সদস্য শেখ শহীদুল ইসলাম শহীদ, আলফাডাঙ্গা পৌর কৃষক লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা শওকত কামাল নান্নু, আওয়ামী লীগ মনোনীত গোপালপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী ইনামুল হাসান, গোপালপুর ইউপি সদস্য আব্বাস উদ্দীন, গ্রাম সরকার প্রধান আবুল সরকার প্রমুখ।

এসময় গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/০১সেপ্টেম্বর/প্রতিনিধি/জেবি)