পাটুরিয়ায় পাঁচ কিলোমিটারজুড়ে গাড়ির সারি

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৭, ০৯:০৬ | প্রকাশিত : ০১ সেপ্টেম্বর ২০১৭, ০৯:০৪
ফাইল ছবি

মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে পর্যাপ্ত ফেরি থাকলেও শেষ মুহূর্তে যানবাহনের চাপ বাড়তে শুরু করেছে। শুক্রবার ভোরে পাটুরিয়া ঘাটে প্রায় পাঁচ কিলোমিটার ছাড়িয়ে গেছে যাত্রীবাহী কোচ। অপরদিকে ছোট গাড়িও রয়েছে প্রায় ছয় কিলোমিটার দীর্ঘ সারিতে।

পার হতে আসা যাত্রী ও যানবাহন চালকেরা দীর্ঘ সময় অপেক্ষায় থাকায় ঘাট এলাকায় পোহাতে হচ্ছে চরম ভোগান্তি।

এদিকে স্বাভাবিকের তুলনায় কয়েকগুণ বেশি যাত্রী হওয়ায় চাপ বাড়ছে লঞ্চঘাটেও। অতিরিক্ত যাত্রী সামাল দিতে আরিচা-কাজিরহাট ও পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে মোট ৩৩টি লঞ্চ চলাচল করছে। লঞ্চে অতিরিক্ত যাত্রী উঠা বন্ধ এবং যাত্রী নিরাপত্তায় কাজ করছে স্থানীয় প্রশাসন ও বিআইডব্লিউটিএ।

বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের উপ-সহকারী মহাব্যবস্থাপক (বানিজ্য) জিল্লুর রহমান ঢাকাটাইমসকে জানান, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ঈদকে সামনে রেখে নয়টি রো-রো, ছয়টি ইউটিলিটি ও তিনটি কেটাইপ ফেরি চলাচল করছে।

এই কর্মকর্তা আশা করছেন, শেষ মুহূর্তে যানবাহনের চাপ থাকলেও ঘাটে পর্যাপ্ত ফেরি নিয়োজিত থাকায় দুপুরের মধ্যে যানবাহন পারাপার স্বাভাবিক হবে।

(ঢাকাটাইমস/০১সেপ্টেম্বর/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :