নেত্রকোণায় সংঘর্ষে আহত সাবেক ইউপি সদস্যের মৃত্যু

নেত্রকোণা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ সেপ্টেম্বর ২০১৭, ১১:০৩

নেত্রকোণার কেন্দুয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত সাবেক এক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মারা গেছেন। এই সংবাদে নিহতের পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে প্রতিপক্ষের বাড়ি-ঘরে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করেন বলে অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার সকাল সোয়া সাতটার দিকে এই ঘটনা ঘটে।

নিহত কামরুল ইসলাম গড়াডোবা ইউনিয়নের ৬ নাম্বার ওয়ার্ডের সাবেক সদস্য এবং ঝায়েরকোণা গ্রামের বাসিন্দা। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল ৬টার দিকে মারা যান বলে জানিয়েছেন কেন্দুয়া থানার পরিদর্শক (ওসি) সিরাজুল ইসলাম।

পরিদর্শক জানান, মাছ ধরা নিয়ে বিবাদের জেরে মঙ্গলবার একই গ্রামের কামরুল ইসলাম ও ছোবহান মিয়ার লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এতে আহত কামরুল ইসলাম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এই খবরে নিহতের লোকজন হামলা চালিয়ে প্রতিপক্ষের অন্তত ১৫টি ঘর ভাঙচুর করে। এ সময় কিছু লুটপাটের ঘটনাও হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বাড়ির সামনে থাকা খেরের গোদায় আগুন দেয় হামলাকারীরা।

পরিদর্শক দাবি করেছেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/০১সেপ্টেম্বর/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :