রোহিঙ্গাদের নির্যাতন ও হত্যার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ সেপ্টেম্বর ২০১৭, ১২:২৭

মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের ওপর নির্যাতন, নিপীড়ন ও গণহত্যার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বেলা সাড়ে ১০টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনে মুজিব সড়কে এ মানববন্ধন হয়। এতে স্যোশাল সার্ভিস ক্লাবের কয়েকশত তরুণ সদস্যরা অংশ নেন।

বাংলাদেশ স্যোশাল সার্ভিস ক্লাবের আয়োজনে ক্লাবের সভাপতি রওশন মাহমুদের সভাপতিত্বে মানববন্ধনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক সামিউর রহমান সহ সভাপতি খাইরুল ইসলাম, শেখ মাছুদ প্রমুখ।

এসময় বক্তারা মিয়ানমারে মানববতাবিরোধী এ গণহত্যায় আর্ন্তজাতিক মহলকে জোড়ালো তৎপর হওয়ার আহবান জানান। তারা বলেন, আমাদের (বাংলাদেশের) সরকারকেও এই বিষয়ে আরো সোচ্চার হতে হবে। কারন কোনো সুস্থ মানুষ এমন নির্যাতন মেনে নিতে পারে না।

(ঢাকাটাইমস/০১সেপ্টেম্বর/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :