ঝিনাইদহে বজ্রপাতে দুজনের মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ সেপ্টেম্বর ২০১৭, ১৪:০৬
ফাইল ছবি

ঝিনাইদহ সদর উপজেলা ও মহেশপুর উপজেলায় বজ্রপাতে কৃষকসহ দুই জনের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে মিরাজুল ইসলাম (২৫) নামে আরো একজন।

শুক্রবার সকালে পৃথকভাবে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সদর উপজেলার গোলাম মোস্তফা ওরফে মেজ বুড়ো (৪৩) নামের এক কৃষক। মহেশপুর উপজেলার জাহিদুল ইসলাম (১৬) নামে এক কিশোর। শুক্রবার সকালে

গোলাম মোস্তফা সদর উপজেলার বংকিরা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে ও জাহিদুল মহেশপুর উপজেলার পাকরাইল গ্রামের রবিউল ইসলামের ছেলে। আর আহত মিরাজুল একই গ্রামের নফর উদ্দীনের ছেলে।

সদর উপজেলার বংকিরা পুলিশ ক্যাম্পের তদন্ত কর্মকর্তা সফিউল ইসলাম জানান, শুক্রবার সকালে মোস্তফা ধান ক্ষেতে পানি দিতে মাঠে যান। মাঠে কাজ করার সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে গোলাম মোস্তফার স্বজনরা মাঠ থেকে মৃতদেহ উদ্ধার করে বাড়িতে আনে।

এদিকে, মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহমেদ কবির হোসেন জানান, সকালে মাঠ থেকে বাড়ি ফিরছিল জাহিদুল ও মিরাজুল। এসময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই জাহিদুল মারা যায়। এঘটনায় আহত হয় মিরাজুল। স্থানিয়রা মিরাজুলকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

(ঢাকাটাইমস/০১সেপ্টেম্বর/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :