কালীগঞ্জের সাবেক মেয়রের কলাবাগান কেটে দিলো প্রতিপক্ষ

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ সেপ্টেম্বর ২০১৭, ১৬:০১

ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান বিজুর ১০ বিঘা জমির ধরন্ত কলাগাছ কেটে দিয়েছে প্রতিপক্ষ। বৃহস্পতিবার রাতে পৌরসভা রেলওয়ে এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, কালীগঞ্জ পৌরসভা এলাকায় বাংলাদেশ রেলওয়ের ১০ বিঘা জমি লিজ নিয়ে সাবেক পৌর মেয়র মোস্তাফিজুর রহমান বিজু দীর্ঘদিন ধরে কলা চাষ করে আসছেন। বৃহস্পতিবার রাতে কে বা কারা ওই জমির কলা গাছগুলো কেটে সাবাড় করে দিয়েছে।

সাবেক পৌর মেয়র মোস্তাফিজুর রহমান বিজু জানান, রাজনৈতিক বিরোধের কারণে প্রতিপক্ষরা আমার ক্ষেতের কলা গাছগুলো কেটে দিয়েছে। এতে আমার কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় মামলা করবেন বলেও জানান বিজু।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

(ঢাকাটাইমস/১সেপ্টেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :